তেলই তুলবে তেলকালি! রইল রান্নাঘরের এগজস্ট ফ্যান সাফাইয়ের সহজ টিপস
- Published by:Raima Chakraborty
Last Updated:
দেখে নেওয়া যাক কী ভাবে দীপাবলির আগেই তেল দিয়ে এগজস্ট ফ্যান পরিষ্কার করা যাবে!
#কলকাতা: বাড়ির মধ্যে রান্নাঘর খুব গুরুত্বপূর্ণ স্থান। অথচ, সাজসজ্জার ক্ষেত্রে বছরের পর বছর ভারতীয়রা একে অবহেলা করে এসেছে। তবে সে দিন বদলেছে। রান্নাঘরের স্বাচ্ছন্দ্য এখন গুরুত্ব পায়। তবে সে গুরুত্ব এমনি আসেনি। ক্রমবর্ধমান জনসংখ্যা মানুষের থাকা জায়গা কমিয়ে দিচ্ছে। ছোট ছোট ফ্ল্যাটে রান্না করার জায়গা বড়ই কম। বেশির ভাগ ক্ষেত্রেই খাবার ঘর বা বসার ঘরের লাগোয়া খোলা এলাকায় রান্নার ব্যবস্থা করা হয়। ফলে আধুনিক অন্দরসজ্জার ছোঁয়া দিতেই হয় সেখানে। তবে ভারতীয় রান্নাঘরে তেল কালি হবে না তা কি হয়! এগজস্ট ফ্যানেও ক্রমাগত জমতে থাকে তেল। তার সঙ্গে জড়ো হয় রাজ্যের ধুলো। ফলে কয়েক দিনের মধ্যেই তা একেবারে খারাপ দেখতে হয়ে যায়। এ সব পাখা আবার ঘন ঘন ফ্যান পরিষ্কার করাও যায় না।
তবে এই ঝামেলা থেকে মুক্তির উপায় রয়েছে। এগজস্ট ফ্যান দেওয়াল থেকে না খুলেই পরিষ্কার করা যেতে পারে। কোনও ভাবেই কোনও জলের প্রয়োজন হবে না। তা হলে দেখে নেওয়া যাক কী ভাবে দীপাবলির আগেই তেল দিয়ে এগজস্ট ফ্যান পরিষ্কার করা যাবে—
আরও পড়ুন: টাটাকে তাড়িয়েছে সিপিএম, পঞ্চায়েতের আগে মমতার দাবিতে সুচারু কৌশল!
তেল এবং বেকিং সোডা—
advertisement
advertisement
রান্নাঘরের এগজস্ট ফ্যান পরিষ্কার করতে গেলে লাগবে একটু তেল আর বেকিং সোডা। এতে জট পাকানো ধুলো ময়লা খুব দ্রুত পরিষ্কার করে ফেলা যাবে। কয়েকটি ধাপে পাখা পরিষ্কার করতে হবে।
কী ভাবে পরিষ্কার করা যাবে:
একটি বাটিতে তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে।
এ বার তুলো বা কাপড়ের সাহায্যে পাখা ও ফ্যানের জাল পরিষ্কার করতে হবে।
advertisement
তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে প্রথমে ব্লেডটি পরিষ্কার করে তাতে তেল মাখিয়ে নিতে হবে।
তবে খেয়াল রাখতে হবে এই তেল যেন কোনও ভাবেই ফ্যানের মোটরে না চলে যায়।
তেল এবং লবণ—
এগজস্ট ফ্যানের প্যাড পরিষ্কার করতে লবণ এবং তেল ব্যবহার করা যেতে পারে। এতে শুধু পাখা পরিষ্কারই হবে না, পুরনো পাখার কালো ভাবও দূর হবে।
advertisement
কী ভাবে পরিষ্কার করা যাবে:
একটি বাটিতে আধ কাপ তেলের সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে।
গরম জলে ভেজানো কাপড় শুকনো করে পাখার ব্লেড পরিষ্কার করে নিতে হবে।
এরপর তেলের মিশ্রণ দিয়ে ব্লেডটি পরিষ্কার করতে হবে। মিনিট দশেক জন্য মিশ্রণটি লাগিয়ে রেখে দিতে হবে।
এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
advertisement
তেল এবং ডিটারজেন্ট পাউডার—
তেলের সঙ্গে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেও এগজস্ট ফ্যান পরিষ্কার করা যেতে পারে। এতে পরিশ্রমও কম হবে।
কী ভাবে পরিষ্কার করা যাবে:
আধ কাপ তেলে আধ কাপ ডিটারজেন্ট মেশাতে হবে।
প্রথমে গরম জলে ভেজানো কাপড় দিয়ে দিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার করে নিতে হবে।
আপনি তেলের মিশ্রণটি ১০ মিনিট লাগিয়ে রাখতে হবে।
advertisement
তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 2:19 PM IST