TRENDING:

Winter Flower Care: ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা

Last Updated:

শখের ছাদ বাগানে ভাল মানের গাঁদা পেতে কয়েকটি টিপসেই হতে পারে বাজিমাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম গাঁদা। এটি বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যায়। আবার বাড়ির বাগানে বা ছাদে টবে শখ করে গাঁদা লাগান অনেকে। তবে শীতকালে শখের বসে অনেকেরই বাড়িতে কিংবা ছাদ বাগানে গাঁদার ডালি ভরিয়ে তোলেন। আর শখের ছাদ বাগানে ভাল মানের গাঁদা পেতে গেলে কয়েকটি টিপসেই হতে পারে বাজিমাত।
advertisement

আরও পড়ুন:  শীত পড়তেই হাজির পরিযায়ী পাখি, সন্দেশখালি থেকে হাড়োয়া মেছো ভেড়িতে জমাচ্ছে ভিড়

গাঁদা ফুলের জন্য প্রয়োজন এঁটেল দো-আঁশ মাটি। তবে খেয়াল রাখতে হবে মাটিতে যেন কোনভাবেই না জল জমে থাকে। ইনকা গাঁদা চাষ করার জন্য উপযুক্ত সার দরকার হয়। ছাদে টবে যেখানে উপযুক্ত সূর্যের আলো পড়ে সেখানে গাঁদা গাছ চাষ করতে হবে। নার্সারি থেকে কোন ভাল জাতের চারা আনা প্রয়োজন। এঁটেল যুক্ত দোআঁশ মাটি, এক বছরের পচানো গোবর সার, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করে রাখতে পারলে ভাল হয়।

advertisement

View More

১০ ইঞ্চির টবের নিচে ফুটোর জায়গাটি খোলামকুচি দিয়ে চাপা দিয়ে তার ওপরে ছোট ছোট কাঁকড় এবং বালি দিয়ে ভরাট করে দিতে হবে যাতে টবের অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারে। তবে এই গাছে নানান রকম রোগ দেখা যায়। তার মধ্যে একটি অন্যতম হলো গাঁদা ফুলের কান্ড পচা রোগ। এর জন্য চারা রোপণের আগে টবের মাটি কে ভালো করে রোদ খাওয়াতে হবে। গাঁদা ফুলের পোকার আক্রমণ নেই বললেই চলে তবে অনেক সময় জমিতে শামুকের আক্রমণ হয়। যা গাছের জন্য ভালো না। এমন হলে জমিতে খানিক চুন ছিঁটিয়ে রাখুন।তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শীতের শুরুর আগেই অনেক বাগান প্রেমীরা যে গাঁদা ফুলের গন্ধে মেতে উঠবেন তা আর বলার অবকাশ রাখেনা।

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Flower Care: ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল