আরও পড়ুন: ঘুম ঘুম ভাব, ক্লান্তি পিছু ছাড়ে না! এই কয়েকটি খাবারেই কেল্লাফতে, মিলবে তেজি ঘোড়ার এনার্জি
তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে ও ফুলের পরিমাণ কম হতে পারে। পিটুনিয়ার জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই সাধারণ টবের বদলে চালি টবে এই গাছ লাগাতে হয়। ছাদে গাছ তৈরির আগে মাটি তৈরির সময় মাটি শুকিয়ে নিন। তার পর মাটির সঙ্গে গোবর সার কিংবা নিমখোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে তাতে চারা পুঁততে হবে।
advertisement
আরও পড়ুন: ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা
গাছ বসানোর পর সপ্তাহখানেক ছায়ায় রাখুন চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটি আর্দ্রতা বেশি থাকলে থাকলে পরদিন আর জল দেবেন না। গাছের ভাল বৃদ্ধির জন্য খোল জল দিতে পারেন। সাত-দশ দিনের পচানো খোলের জল জলের সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে গাছের গোড়ায় দিন। তবে খোলের পরিমাণ যেন বেশি না হয়। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে সংগ্রহ করা উচিত। তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শীতের শুরুর আগেই অনেক বাগান প্রেমীরা পিটুনিয়াতেই সাধের বাগান ভরিয়ে তুলছে তা বলাই বাহুল্য।
জুলফিকার মোল্যা