TRENDING:

Lavender Marriage : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?

Last Updated:

‘ল্যাভেন্ডার ম্যারেজ’(Lavender Marriage )-ও কি তাই? ইদানীং এই শব্দবন্ধ সংক্রান্ত সার্চ দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ের সঙ্গে সব সময়েই জড়িয়ে থাকে ফুলের সুবাস৷ ‘ল্যাভেন্ডার ম্যারেজ’(Lavender Marriage )-ও কি তাই? ইদানীং এই শব্দবন্ধ সংক্রান্ত সার্চ দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট৷ বিশেষ করে ‘বধাই দো’ সিনেমার ট্রেলর মুক্তির পর৷ নামের সঙ্গে সুবাস ছড়িয়ে থাকলেও আদপে এই পরিচয় সম্পর্ক বা যৌনতার পরিচায়ক৷ স্বামী বা স্ত্রীর মধ্যে একজন বা দু’জনেই যদি সমাজ ও পরিবারের চোখে নিজের সেক্সুয়াল ওরিয়েন্টশন গোপন রাখতে চান, তাহলে সেই বিয়েকে বলা হয় ‘ল্যাভেন্ডার ম্যারেজ’৷ (What is lavender marriage)
advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে, বিশ শতকের শুরুতে এই টার্ম ব্যবহৃত হয়েছিল হলিউডে, যখন বিখ্যাত ব্যক্তিত্বরা তাঁদের যৌন পছন্দ গোপন করতেন৷ কারণ সে সময় এটা ছিল ‘ট্যাবু’৷ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখতে সমকামিতা লুকিয়ে সেলেবরা হয় নিজেদের স্ট্রেট বা বিষমকামী পরিচয় দিতেন৷ অথবা বিয়ে করতেন বিপরীত লিঙ্গেরই কাউকে৷ সে সময় ল্যাভেন্ডার রঙই ছিল সমকামিতার সঙ্গে জড়িয়ে৷ তাই এই রঙের নাম ও পরিচয়ই বেছে নিয়েছিল হলিউড৷ বিষমকামিতার জয়ধ্বজা উড়িয়ে রাখতে৷

advertisement

আরও পড়ুন : চড়, লাথিতে সাজানো উদযাপন! জানেন কি অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও কিন্তু হয়?

সাদাকালো হলিউড থেকে সেই ল্যাভেন্ডার রং ছিটকে এসে পড়েছে আরবসাগরের তীরে৷ বলিউড আবার এলজিবিটি সমস্যাকে বিষয়বস্তু করেছে৷ রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত এই ছবির ট্রেলর বলছে, কীভাবে একজন গে পুরুষ এবং লেসবিয়ান মহিলা দু’জন দু’জনকে বিয়ে করতে সম্মত হচ্ছেন দেশের এক ছোট্ট শহরে৷ ছবিতে রাজকুমার একজন সমকামী পুলিশকর্মী৷ ভূমি অভিনয় করছেন লেসবিয়ান শারীরশিক্ষার শিক্ষিকার ভূমিকায়৷ তাঁকে বিয়েতে রাজি করাচ্ছেন রাজকুমার৷ যাতে পরিবার ও পরিজনরা তাঁদের সমালোচনা বন্ধ করেন৷ বিপরীত লিঙ্গের দুই সমকামীর বিয়েকেই বলা হয় ‘ল্যাভেন্ডার ম্যারেজ’৷

advertisement

আরও পড়ুন : রোগা হতে চাইলে চুমুক দিন নানা স্বাদের এই ফলের রসে

মানসিক স্বাস্থ্য বিশারদ এবং মন ভাল রাখার বিশেষজ্ঞ আরোবা কবীর বলেছেন, ‘ল্যাভেন্ডার ম্যারেজ শব্দবন্ধের বয়স শতাব্দীপ্রাচীন৷ ল্যাভেন্ডার ম্যারেজ একটা পথ যেখানে একজন তাঁর ব্যক্তিগত জীবনকে আড়াল করে রাখতে পারেন জনগণের অনুমান ও মনগড়া কল্পনা থেকে৷ আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বধাই দো’৷

advertisement

আরও পড়ুন : মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যে দিন থেকে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত ‘বধাই দো’-র ট্রেলর মুক্তি পেয়েছে, সে দিন থেকে বাতাসে গুঞ্জরিত ‘ল্যাভেন্ডার ম্যারেজ’-এর নাম৷ ছবির এগিয়ে থাকা পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে দর্শকমহল৷ সমকামী সম্পর্কই এই ছবির ভরকেন্দ্র৷ অথচ এক সময় এই বিষয় বলিউডে ছিল ব্রাত্য৷ কিন্তু সেই বিষয়ই এখন হিন্দি ছবির উপজীব্য৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lavender Marriage : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল