কীভাবে সাজবেন লক্ষ্মীপুজোয়, তা নিয়ে কথা বললেন শিলিগুড়ির একজন ফ্যাশন বিশেষজ্ঞ। শিলিগুড়ির ফ্যাশন এক্সপার্ট শুভব্রত রায় বলেন, ‘‘একটু অন্যরকম সাজতে চাইলে ব্লাউজের কাটে আনুন তারতম্য। ছিমছাম একরঙা শাড়ির সঙ্গে ঝলমলে জমকালো ডিজাইনার ব্লাউজ দিব্যি মানাবে।এছাড়াও অফ শোল্ডার ব্লাউজ দিয়ে শাড়ি পরতে পারেন সকলে। ভালই মানাবে। কেশসজ্জাতেও থাক লক্ষ্মীমন্ত ভাব। কেয়ারলেস এলো খোঁপা, তাতে ফুল বা সুন্দর ডিজাইনের একটা কাঁটা গোঁজা।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘মায়ের হোক কিংবা নিজের বেনারসি–লাল-রানি-গোলাপি, কমলা রঙের হলে দিব্যি পরতে পারেন। সঙ্গে হাতে-কানে, গলায় শোভা পাক ভারী গয়না। তা সে সোনারও হতে পারে অথবা আজকাল বাজারচলতি ইমিটেশনের গয়নাও। শাড়িতে রুপোলি ছোঁয়া থাকলে ভারী রুপো কিংবা অক্সিডাইজের গয়নাও পরতে পারেন। মেক-আপ করুন হালকা, তবে ঠোঁটে ব্যবহার করুন গাঢ় লিপস্টিক। কপালে সিঁদুরের টিপও পরতে পারেন। তবে যাই পরুন, সাজটা হতে হবে শান্ত-স্নিগ্ধ।’’