TRENDING:

Kulthi Lentils: চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ

Last Updated:

অপেক্ষাকৃত অবহেলিত হল কুলত্থ কলাই বা হিন্দিতে কুলথি ডাল (benefits of Kulthi Lentils)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি পূরণ করে বিভিন্ন রকম ডাল৷ পুষ্টিমূল্যে ভরপুর হলেও ক্যালরিতে অনেক কম৷ ডালের কথা এলে আমরা মুসুর, মুগ, অড়হর, ছোলা, মটরডাল বেশি খাই৷ এছাড়াও খাই বিউলি ডাল, যা অনেকের কাছে কলাইয়ে ডাল৷ কলাই গোত্রীয় ডালের মধ্যে মাসকলাই বা তড়কার ডালও খুব জনপ্রিয়৷ কিন্তু অপেক্ষাকৃত অবহেলিত হল কুলত্থ কলাই বা হিন্দিতে কুলথি ডাল (benefits of Kulthi Lentils)৷
advertisement

গাঢ় খয়েরি কুলত্থ কলাই মূলত দক্ষিণ ভারতে উৎপাদিত হয়৷ দক্ষিণভারতীয় রসম বা সম্বরে প্রচুর ব্যবহৃত হয়৷ আয়ু্র্বেদিক মতে, কুলত্থ কলাইয়ের উপকারিতার শেষ নেই৷

আরও পড়ুন : এ ভাবে রাখলে দীর্ঘ দিন তাজা থাকবে মটরশুঁটি

মধুমেহ রোগে-

অনিয়ন্ত্রিত মধুমেহ একাধিক জটিল সমস্যার উৎস৷ মধুমেহ রোগ নিয়ন্ত্রণে এই ডাল ফলপ্রসূ৷

advertisement

হৃদযন্ত্রের সুস্থতায়-

পুষ্টিকর কুলত্থ কলাই হৃদয্ন্ত্রকে সুস্থ রাখে৷ নিয়মিত এই ডাল খেলে হৃদযন্ত্রকে প্রতিহত করা যায়৷

আরও পড়ুন :  শারীরিক সম্পর্কের আগে ভুলেও এগুলি খাবেন না

কোলেস্টরল নিয়ন্ত্রণ-

অ্যান্টি ইনফ্লেম্যাটরি হওয়ায় কুলত্থ কলাইয়ে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ ফলে ভাল কোলেস্টলের উৎপাদন বাড়ে৷ খারাপ কোলেস্টেরল কমে৷

advertisement

কিডনি স্টোন-

আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়, আগের রাতে ভেজানো ডাল পরের দিন সকালে খালি পেটে খেলে মুক্তি পাওয়া যায় কিডনি স্টোন বা ইউরিক অ্যাসিডের আধিক্যের জেরে গোড়ালি-সহ পায়ের অন্যান্য অংশে ব্যথা কমে৷

আরও পড়ুন :  শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস

advertisement

মরশুমি ঠান্ডা-

কুলত্থ কলাই উষ্ণ হওয়ার কারণে ঠান্ডা লাগার সমস্যা কমে৷ রেহাই মেলে মরশুমি ফ্লু থেকে৷

কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি-

ফাইবারে ভরপুর উৎস এই ডাল কোষ্ঠকাঠিন্য-সহ জহমের অন্যান্য সমস্যা কমায়৷

ওবেসিটি-

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

স্থূলতার সমস্যায় জেরবার যাঁরা রোগা হতে চাইছেন, তাঁরা নিয়মিত খান কুলত্থ কলাই৷ সার্বিক স্বাস্থ্য ভাল রেখে সাহায্য করবে রোগা হতে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kulthi Lentils: চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল