TRENDING:

Papaya Facial: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক

Last Updated:

এই ঘরোয়া উপাদান দিয়ে সহজে একটি  ফেসিয়াল করলে মুখে আলাদাই উজ্জ্বলতা এনে দেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নানা গুণে পরিপূর্ণ পেঁপে। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বকের অনেক সমস্যা দূরে রাখে। ফ্রেকল, দাগ, বলিরেখা এবং নিস্তেজ ত্বকের সমস্যাও পেঁপে দিয়ে দূর করা যায়।
হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো, এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো, এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
advertisement

ত্বকের যত্নে  পেঁপের কোনও তুলনা হয় না। এই ঘরোয়া উপাদান দিয়ে সহজে একটি  ফেসিয়াল করলে মুখে আলাদাই উজ্জ্বলতা এনে দেবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজে এই ফেসিয়ালটি করবেন।

আরও পড়ুন: ডায়েট ছাড়াই রোগা হতে চান? এই ৪ নিয়ম রোজ মানলে হুড়মুড়িয়ে ওজন কমবে, জেনে নিন

পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে এক চামচ পেঁপের পেস্ট বা পাল্প নিতে হবে। এরপর এতে ২ চামচ কাঁচা দুধ দিয়ে ভাল করে পেস্ট করতে হবে।  এরপর এই পেস্ট হাতে নিয়ে মুখে ২ থেকে ৩ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ক্লিনজারটি মুখের ছিদ্র, হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস, ব্রণ এবং মুখের ময়লা দূর করতে কাজ করে।

advertisement

পেঁপে স্ক্রাব তৈরি করতে এক চামচ পেঁপের পাল্প নিয়ে  তাতে এক চামচ চালের আটা মেশাতে হবে। এই স্ক্রাবটি আপনার আঙ্গুলে নিয়ে হালকা হাতে মুখে ঘষে পরিষ্কার করে নিলে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ত্বকের মৃত কোষ দূর করার পাশাপাশি এই স্ক্রাব ত্বকের অতিরিক্ত তেলও দূর করে।

advertisement

ফেসিয়ালের তৃতীয় ধাপে মুখে ম্যাসাজ করতে হয়। মুখে ম্যাসাজ করার জন্য পেঁপে থেকে ক্রিম তৈরি করে লাগাতে পারেন। এর জন্য আপনার দরকার হবে মাত্র ২টি উপাদান।  প্রথম উপাদান হল পেঁপে এবং দ্বিতীয় উপাদান হল অ্যালোভেরা জেল। ২টো জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে। এই ক্রিম হালকা হাতে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।

advertisement

আরও পড়ুন: ঘরোয়া এই উপাদানই দেবে চকচকে, দাগমুক্ত ত্বক! সূর্যের মতো উজ্জ্বলতা পাবেন নিমেষেই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফেসিয়ালের শেষ ধাপে একটি ফেসপ্যাক মুখে লাগাতে হবে। পেঁপের ফেসপ্যাক তৈরি করতে ২ চা চামচ পেঁপের পেস্টে এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু মেশাতে হবে। সব জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট।  ফেসিয়াল করার পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই ঘরোয়া উপাদান নিয়মিত ব্যবহার করলেই নিমেষে পার্লারের মতো গ্লোয়িং স্কিন দেখা যাবে।.

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Papaya Facial: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল