এই জল লাগালে ত্বক টানটান হবে। সেই সঙ্গে চালের জল ট্যানিং, কালচে দাগ এবং রোদে পোড়া সমস্যা থেকেও মুক্তি দেয়। চালের জল মুখে লাগানোর অনেক উপায় আছে, যার মধ্যে প্রথম উপায় হল রাইস টোনারের মতো লাগানো। টোনার হিসেবে চালের জল তুলোতে নিয়ে মুখে ঘষে নিতে হবে।