Glowing Skin: ঘরোয়া এই উপাদানই দেবে চকচকে, দাগমুক্ত ত্বক! সূর্যের মতো উজ্জ্বলতা পাবেন নিমেষেই

Last Updated:
ঘরোয়া এই উপাদানই দেবে চকচকে দাগমুক্ত ত্বক!
1/4
অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ এই উপাদান  বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। চালের জল তৈরি করতে এক কাপ চাল অন্তত আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। সাদা চালের পরিবর্তে লাল চাল, বাদামি চাল বা বাসমতি চালও ব্যবহার করা যেতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ এই উপাদান  বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। চালের জল তৈরি করতে এক কাপ চাল অন্তত আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। সাদা চালের পরিবর্তে লাল চাল, বাদামি চাল বা বাসমতি চালও ব্যবহার করা যেতে পারে।
advertisement
2/4
আরও এক বিশেষ পদ্ধতিতে চালের জল তৈরি করা যেতে পারে। এ জন্য বেশি করে জল দিয়ে ভাত রান্না করতে হবে এবং ভাত সিদ্ধ হওয়ার পর জল ফেলে না দিয়ে আলাদা পাত্রে ছেঁকে নিয়ে রাখতে হবে।
আরও এক বিশেষ পদ্ধতিতে চালের জল তৈরি করা যেতে পারে। এ জন্য বেশি করে জল দিয়ে ভাত রান্না করতে হবে এবং ভাত সিদ্ধ হওয়ার পর জল ফেলে না দিয়ে আলাদা পাত্রে ছেঁকে নিয়ে রাখতে হবে।
advertisement
3/4
এই জল লাগালে ত্বক টানটান হবে। সেই সঙ্গে চালের জল ট্যানিং, কালচে দাগ এবং রোদে পোড়া সমস্যা থেকেও মুক্তি দেয়। চালের জল মুখে লাগানোর অনেক উপায় আছে, যার মধ্যে প্রথম উপায় হল রাইস টোনারের মতো লাগানো। টোনার হিসেবে চালের জল  তুলোতে নিয়ে মুখে ঘষে নিতে হবে। 
এই জল লাগালে ত্বক টানটান হবে। সেই সঙ্গে চালের জল ট্যানিং, কালচে দাগ এবং রোদে পোড়া সমস্যা থেকেও মুক্তি দেয়। চালের জল মুখে লাগানোর অনেক উপায় আছে, যার মধ্যে প্রথম উপায় হল রাইস টোনারের মতো লাগানো। টোনার হিসেবে চালের জল  তুলোতে নিয়ে মুখে ঘষে নিতে হবে। 
advertisement
4/4
ফেস মাস্ক তৈরি করার সময় বা বাইরে থেকে আনা ফেস মাস্কে চালের জল যোগ করা যেতে পারে। চালের জলে বেসন মিশিয়ে লাগালে মুখের দাগও হালকা হয়ে যাবে।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ফেস মাস্ক তৈরি করার সময় বা বাইরে থেকে আনা ফেস মাস্কে চালের জল যোগ করা যেতে পারে। চালের জলে বেসন মিশিয়ে লাগালে মুখের দাগও হালকা হয়ে যাবে।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement