তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা- অনেকেই চুল স্ট্রেইট করার সময় তাপমাত্রার পরিমাপ রাখেন না। সেক্ষেত্রে চুল স্ট্রেইট করার আগে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। নইলে চুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আরও পড়ুন: কলার মাস্কেই মুশকিল আসান! ব্রণ-র দাগ দূর করতে নামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফল
advertisement
ভিজে চুল স্ট্রেট করা - চুল ভিজে অবস্থায় থাকলে চুলের গোড়া নরম থাকে তখন চুল স্ট্রেইট করলে চুল পড়ার সম্ভাবনা বাড়ে। তাই ভিজে চুল কখনই স্ট্রেইট করা উচিৎ নয়।
আরও পড়ুন: ঘরোয়া হেয়ার মাস্কেই ম্যাজিক! চুল ঝরে পড়া বন্ধ হবে নিমেষেই, জানুন
সঠিক ভাবে ব্যবহার না করা- চুলে হেয়ার স্ট্রেইটনার সঠিক ভাবে ব্যবহার করতে হবে। ভুল ভাবে স্ট্রেইট করলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে পশিক্ষণ প্রাপ্ত কারও সাহায্য নেওয়া যেতে পারে।
স্ট্রেট চুল পুনরায় স্ট্রেট করা- এক্ষেত্রে স্ট্রেইট চুল বারবার স্ট্রেট না করাই ভাল তাতে চুল অত্যন্ত ড্যামেজ হয়ে যায়।