TRENDING:

Cholesterol Control tips: কোলেস্টেরলের মহাষৌধ লাউয়ের রস! খালিপেটে পান করলেই দূর হবে হাজার ব্যাধি, জেনে নিন

Last Updated:

লাউয়ের রস পান করলে হার্টের সমস্যাও দূর হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাউ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সকালে এক গ্লাস লাউয়ের জুস পান করলে  সারাদিন প্রাণবন্ত লাগে। লাউয়ের রস পান করলে হার্টের সমস্যাও দূর হয়। লাউয়ের রস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। শুধু তাই নয়, হজমশক্তি বাড়াতেও লাউয়ের রস বেশ কার্যকরী।
কোলেস্টেরলের মহাষৌধ লাউয়ের রস! খালিপেটে পান করলেই দূর হবে হাজার ব্যাধি, জেনে নিন
কোলেস্টেরলের মহাষৌধ লাউয়ের রস! খালিপেটে পান করলেই দূর হবে হাজার ব্যাধি, জেনে নিন
advertisement

গ্রীষ্মের মরশুমে শরীরের তাপমাত্রা বজায় রাখতে লাউয়ের জুস অত্যন্ত সাহায্য করে। পুষ্টিগুণে সমৃদ্ধ লাউয়ের জুস তৈরি করা খুবই সহজ এবং এটি কয়েক মিনিটের মধ্যে তৈরি করা যায়। আসুন জেনে নেওয়া যাক লাউয়ের জুস কীভাবে পান করবেন-

আরও পড়ুন: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক

advertisement

লাউ- ১টি

জিরা গুঁড়া - ১/২ চা চামচ

গোল মরিচ গুঁড়ো - ১/২ চা চামচ

আদা- ১ ইঞ্চি

লেবুর রস - ২ চামচ

পুদিনা পাতা - ২ চামচ

ঠান্ডা জল - ১ গ্লাস

লবণ - স্বাদ অনুযায়ী

আইস কিউব

লাউয়ের জুস তৈরি করতে প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সামান্য পুদিনা পাতাও কেটে দিতে পারেন। এরপর  এতে জিরা গুঁড়ো, গোল মরিচ, আদার টুকরো দিয়ে ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই মিশ্রণে সামান্য  লবণ ও লেবুর রস দিতে হবে।

advertisement

আরও পড়ুন: ডায়েট ছাড়াই রোগা হতে চান? এই ৪ নিয়ম রোজ মানলে হুড়মুড়িয়ে ওজন কমবে, জেনে নিন

মিশ্রণটি ভাল করে ব্লেন্ড হয়ে গেলে মিশ্রণটি একটি পাত্রে ঢেলে সার্ভিং গ্লাসে পরিবেশন করুন। এরপর নিজের আন্দাজ মতো বরফের টুকরো দিলেই তৈরি স্বাস্থ্যকর লাউয়ের রস।

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cholesterol Control tips: কোলেস্টেরলের মহাষৌধ লাউয়ের রস! খালিপেটে পান করলেই দূর হবে হাজার ব্যাধি, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল