কোন ধরনের চুম্বনে কত ক্যালোরি ঝরে?
ঠোঁটে ঠোঁট দিয়ে যদি আলতো করে চুম্বন করেন টানা এক মিনিট, তাহলে ১-২ ক্যালোরি ঝরতে পারে। আর যদি সেজ চুম্বনই প্যাশনেট হয়, চুম্বনের গতি এবং তীব্রতা বেশি থাকে, তাহলে এক মিনিটে ৫ থেকে ২৬ ক্যালোরি ঝরতে পারে।
আরও পড়ুন: আজ কিস ডে, মনের মানুষকে প্রকাশ্যে চুমু খেলে জেল হতে পারে? ভারতীয় আইন কী বলছে!
advertisement
আরও পড়ুন: এক চুমুতেই যায় চেনা, সঠিক সঙ্গী বাছাইয়ের মোক্ষম উপায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়
প্যাশনেট চুম্বনের সঙ্গে অনেক ক্ষেত্রেই দু'টি মানুষ শারীরিক সম্পর্ক বা সঙ্গমে লিপ্ত হন, তাই সব মিলিয়ে আলতো চুম্বনের থেকে প্যাশনেট চুমুতে অনেক বেশি পরিমাণে ওজন কমে। যত বেশি তীব্রতার আদর, তত বেশি মেদ ঝরার সম্ভাবনা।
চুম্বনে বিপাকের হার বেড়ে যায়। তা ছাড়া চুমু খেলে মুখের ৩৪টি মাংসপেশি ক্রমাগত সংকোচন ও প্রসারণে মুখের ফোলাভাব কমে। মুখমণ্ডলের আকারে পরিবর্তন হয়। কমে যায় ওজন। টানটান হয় চামড়া। কিন্তু সবটাই নির্ভর করছে কতটা গাঢ় হচ্ছে সেই চুমু, আর কতটা সক্রিয় হচ্ছে শরীর।