Kiss Day 2023: এক চুমুতেই যায় চেনা, সঠিক সঙ্গী বাছাইয়ের মোক্ষম উপায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Kiss Day 2023: একাধিক গবেষণায় দেখা গিয়েছে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারীরা বেশি খুঁতখুঁতে। যে সমস্ত পুরুষ ও মহিলারা বেশি আকর্ষণীয় কিংবা নিত্য যৌনসঙ্গী খোঁজেন তাঁরাও বাছাইয়ে জোর দেন।
‘এতই অসাড় আমি, চুম্বনও বুঝিনি…’। লিখেছিলেন জয় গোস্বামী। কবি না বুঝলেও শারীরিক চুম্বন যে সঠিক সঙ্গী খুঁজে দিতে পারে, সে কথা জানা আছে কি? এমনটাই বলছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক মনোবিজ্ঞান বিভাগের রাফায়েল লোডারস্কি। তাঁর কথায়, ‘প্রতিটা সমাজ এবং সংস্কৃতিতে চুম্বনের ধরন আলাদা। যৌন সম্পর্কের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য রকম কাজ করে’। সেটা কেমন? জেনে নেওয়া যাক কিস ডে-তে।
চুম্বন সাধারণ কিন্তু অনন্য। এই নিয়ে বিশদে বোঝার জন্য রাফায়েল লোডারস্কি এবং প্রফেসর রবিন ডানবার অনলাইন প্রশ্নাবলি তৈরি করেছেন। সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন ৯০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি। স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে চুম্বনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তাঁরা।
advertisement
advertisement
রাফায়েল লোডারস্কি ব্যাখ্যা করেছেন, "যৌন সম্পর্কের ক্ষেত্রে চুম্বন যে ভূমিকা পালন করে সে সম্পর্কে তিনটি প্রধান তত্ত্ব রয়েছে: এটি সম্ভাব্য সঙ্গীর জিনগত গুণমান মূল্যায়ন করতে সহায়তা করে। উত্তেজনা বাড়ায় (যৌনতা শুরুর ক্ষেত্রে) এবং সম্পর্ক বজায় রাখার জন্য এটা দরকারি। আমরা দেখতে চেয়েছিলাম যে এই তত্ত্বগুলির মধ্যে কোনটা মানুষের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।"
advertisement
সমীক্ষায় দেখা গিয়েছে, সম্পর্কের ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় চুম্বনকে বেশি গুরুত্ব দেন। তাছাড়া যে সমস্ত পুরুষ ও মহিলারা নিজেদেরকে আকর্ষণীয় বলে দাবি করেছেন তাঁরাও সম্পর্ক বজায় রাখার জন্য চুম্বন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
advertisement
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারীরা বেশি খুঁতখুঁতে। যে সমস্ত পুরুষ ও মহিলারা বেশি আকর্ষণীয় কিংবা নিত্য যৌনসঙ্গী খোঁজেন তাঁরাও বাছাইয়ে জোর দেন। সমীক্ষায় এই গোষ্ঠীর নারী-পুরুষরা মনের মতো সঙ্গী বাছাইয়ের ব্যাপারে চুম্বনের উপর বেশি জোর দিয়েছেন। এর থেকে গবেষকরা মনে করছেন, সম্ভাব্য সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে চুম্বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় আরও দেখা গিয়েছে, চুম্বন শুধু যৌন উত্তেজনা নয়, অবচেতনে সঙ্গীর স্বাদ, গন্ধ হৃদয়ঙ্গম করার প্রক্রিয়াও। জেনেটিক ফিটনেস বা সাধারণ স্বাস্থ্যের জৈবিক সংকেতও পাওয়া যায়।
advertisement
সাধে কী আর ছায়াছবির বা রোম্যান্স চুম্বন দিয়ে শেষ হয়!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 11:32 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kiss Day 2023: এক চুমুতেই যায় চেনা, সঠিক সঙ্গী বাছাইয়ের মোক্ষম উপায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়