মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যারতির সময় স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে সাজানো হবে রাজবেশে।এছাড়াও দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও, খিচুড়ি,অন্ন,দু’রকমের ভাজা,শোল মাছ ভাজা,নানা রকমের তরকারি।এছাড়াও থাকবে মাছ,বলির পাঁঠার মাংস, পায়েস,মিষ্টি,চাটনি ইত্যাদি।
এর পাশাপাশি সন্ধ্যাবেলায় নিবেদন করা হবে লুচি,সুজি,পাঁচ রকমের ভাজা ও নানা রকমের মিষ্টান্ন, মুড়কি।আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি,মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঁঠার মাংস।এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় আলো এবং ফুলের মালা দিয়ে।
advertisement
আরও পড়ুন : কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ! দুঃসময় কাটিয়ে অর্থ, সুখ-সমৃদ্ধি ফিরবে জীবনে
এর পাশাপাশি নিরাপত্তার জন্য ১০০০ পুলিশকর্মী, ৩০০ অফিসার এবং ১৭০০ সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছেন কৌশিকী অমাবস্যায়।দশটি ওয়াচ টাওয়ার। রয়েছে ৩৭টি ব্লক গেট।পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ২১ টি।এন্টি ক্রাইম পেট্রোল টিম ১৩ টি। ২০০ টি সিসিটিভি।এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাট গুলিতে রয়েছে ডুবুরি।এবং তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি।