TRENDING:

Kaushiki Amavasya Rituals at Tarapith: ভোরে দেবীর রাজরাজেশ্বরী বেশে মঙ্গলারতি থেকে সন্ধ্যায় লুচির ভোগ, কৌশিকী অমাবস্যায় তারাপীঠের দিনভর

Last Updated:

Kaushiki Amavasya Rituals at Tarapith: মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গলারতি করা হয়।এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করেন সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: আজ তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। সোমবার অর্থাৎ ২সেপ্টেম্বর ভোর ৫.০৫-এ শুরু হয়েছে অমাবস্যা।থাকবে মঙ্গলবার অর্থাৎ ৩সেপ্টেম্বর সকাল ৬.২৯ পর্যন্ত। এদিন ভোর চারটের সময় মা তারার বিগ্রহকে স্নান করানো হয়। আর তার পরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির। এরপর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গলারতি করা হয়।এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করেন সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর।
advertisement

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যারতির সময় স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে সাজানো হবে রাজবেশে।এছাড়াও দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও, খিচুড়ি,অন্ন,দু’রকমের ভাজা,শোল মাছ ভাজা,নানা রকমের তরকারি।এছাড়াও থাকবে মাছ,বলির পাঁঠার মাংস, পায়েস,মিষ্টি,চাটনি ইত্যাদি।

এর পাশাপাশি সন্ধ্যাবেলায় নিবেদন করা হবে লুচি,সুজি,পাঁচ রকমের ভাজা ও নানা রকমের মিষ্টান্ন, মুড়কি।আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি,মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঁঠার মাংস।এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় আলো এবং ফুলের মালা দিয়ে।

advertisement

আরও পড়ুন : কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ! দুঃসময় কাটিয়ে অর্থ, সুখ-সমৃদ্ধি ফিরবে জীবনে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার
আরও দেখুন

এর পাশাপাশি নিরাপত্তার জন্য ১০০০ পুলিশকর্মী, ৩০০ অফিসার এবং ১৭০০ সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছেন কৌশিকী অমাবস্যায়।দশটি ওয়াচ টাওয়ার। রয়েছে ৩৭টি ব্লক গেট।পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ২১ টি।এন্টি ক্রাইম পেট্রোল টিম ১৩ টি। ২০০ টি সিসিটিভি।এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাট গুলিতে রয়েছে ডুবুরি।এবং তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kaushiki Amavasya Rituals at Tarapith: ভোরে দেবীর রাজরাজেশ্বরী বেশে মঙ্গলারতি থেকে সন্ধ্যায় লুচির ভোগ, কৌশিকী অমাবস্যায় তারাপীঠের দিনভর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল