যেখানে কুমারী কে বাড়ি থেকে বড়মার মন্ডপে নিয়ে আসা হয় পালকি করে। একেবারে কনের বেশে, সঙ্গে বাঁজতে শোনা গেল ঢাক, সানাই, ব্যান্ড পার্টি সহ শোভাযাত্রা। শুধু তাই নয় যে রাস্তা দিয়ে তাকে নিয়ে আসা হয়, সেই রাস্তাও ঝাড় দিয়ে পরিস্কার করা হয়। পালকি থেকে কোলে করে কুমারীকে নিয়ে এসে মণ্ডপে বসিয়ে করা হয় পুজো। টানা পাঁচ দিন ধরেই চলে এই পুজো।
advertisement
আরও পড়ুন: টক দই খাওয়ার সঠিক নিয়ম ও সময় জানেন তো? বহু জটিল রোগের যম! তবে নিয়ম না জানলে বিপদ
দমদম ইউথ কর্নারের বড়মার ভোগ নিবেদনে থাকে চকলেট ও বাহারি চিপস বলেও জানা গিয়েছে। মণ্ডপটি করা হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মত করে। প্রান্তিক এলাকার শিল্পীদের আর্থিক সহায়তার জন্যই এমন ভাবনা বলেও জানা যায়। তবে এই জাগ্রত বড়মার ইতিহাস এখানেও ভক্তদের টেনে এনেছে বারংবার। এখানেও মন থেকে মা-র কাছে কিছু চাওয়া হলে, মা জগদ্ধাত্রী ফেরায় না খালি হাতে বলেই বিশ্বাস। অসুস্থ রোগীও সুস্থ হয়ে উঠেছে মায়ের আশীর্বাদে বলেও মনে করেন ভক্তরা। তাই দমদমের এই বড়মা জগদ্ধাত্রী এখন এলাকার মানুষদের কাছে হয়ে উঠেছেন আরাধ্যা।
Rudra Narayan Roy