আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩: থিম
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (আইসিএন) জানিয়েছে যে, আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩-এর থিম হল – আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। এর অর্থ হল, আগামী দিনে কোভিড ১৯-এর মতো স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ সামাল দেওয়ার জন্য কী চাইছে আইসিএন এবং গ্লোবাল নার্সিং সোসাইটি।
advertisement
আরও পড়ুন: কথায় কথায় মেয়েদের মুড পরিবর্তন কি আসলে ন্যাকামি? কেন হয় মুড সুইং জানেন?
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩: ইতিহাস
১৯৬৫ সাল থেকে ১২ মে দিনটিতে আন্তর্জাতিক নার্স দিবসের তকমা দিয়েছিল আইসিএন। আসলে এই দিনটি হল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। আধুনিক নার্সিংয়ের অগ্রদূত হিসেবে গণ্য করা তাঁকে।
আরও পড়ুন: শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করলে চুলের কী হয় জানেন? উত্তর জানলে এটাই করতে চাইবেন!
প্রতি বছর নার্স এবং জনসাধারণকে সাহায্য করার জন্য সম্পদ এবং প্রমাণ তৈরি করে তা ছড়িয়ে দেয় আইসিএন। এই কিটে থাকে ক্যাম্পেন পোস্টার। যেখানে সংশ্লিষ্ট বছরের থিম উল্লেখ করা থাকে। এর পাশাপাশি থাকে একটি সোশ্যাল মিডিয়া টুলকিট, প্রেসক্রিপটিভ এভিডেন্সের রিপোর্ট এবং একটি চার্টার ফর চেঞ্জ। এর মধ্যে ১০টি পলিসির উল্লেখ থাকে। স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখা এবং উন্নতি করার জন্য সরকার ও কর্মীরা এই পলিসি গ্রহণ করে থাকে। এগুলি আসলে সহজলভ্য, সাশ্রয়ী এবং নিরাপদ।
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩: তাৎপর্য
গোটা বিশ্বে স্বাস্থ্য পরিষেবার পুরোভাগে রয়েছেন নার্সরা। মানুষের জীবন রক্ষার্থে নার্সদের কাজ এবং আত্মত্যাগের জন্য তাঁদের উদ্দেশ্যে সম্মান জানাতেই নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এখানেই শেষ নয়, সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত মুমূর্ষু ও আহত সেনাদের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নিঃস্বার্থ সেবামূলক কাজকেও শ্রদ্ধা জানানো হয় এই বিশেষ দিনটিতে।