আরও পড়ুন- ক্রাশকে ভুলেও এসব জায়গায় প্রপোজ করবেন না, ভুগতে হতে পারে সারাজীবন!
গবেষকরা জানিয়েছেন স্টিয়ারিং হুইলে ব্যাকটেরিয়ার পরিমাণ সর্বনিম্ন। সম্ভবত COVID-19 মহামারীর কারণে আগের তুলনায় বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ফলেই এটি হয়েছে।
মাইক্রোবায়োলজিস্ট এবং গবেষক জনাথন কক্স জানান, মানুষ প্রায়ই পোষ্যকে বা কাদামাখা জুতো ট্রাঙ্কে (Bacteria in car) নিয়ে যায়। এতে ভয়ঙ্কর পরিমাণে ই. কোলাই থাকতে পারে। E. coli ব্যাকটেরিয়া খাদ্যে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।
advertisement
আমাদের ফোনগুলিও ব্যাকটেরিয়ার ভাণ্ডার। ফোন টয়লেটের চেয়েও নোংরা বলে প্রমাণিত হয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ফোন টয়লেট সিটের চেয়ে দশগুণ বেশি নোংরা। টাকাতে প্রায় ৩,০০০ ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে।
আরও পড়ুন- ৩০-এর পরে মা হওয়ার কথা ভাবছেন? এখন থেকেই মাথায় রাখুন এই বিষয়গুলি
কিন্তু কেন বারেবারে টয়লেট সিট এই ধরনের গবেষণায় ব্যবহৃত হয়? গবেষকরা জানাচ্ছেন, এতে মানুষজন সহজেই তুলনাটা বুঝতে পারেন। টয়লেট আসন নিয়মিত পরিষ্কার করা হলেও গাড়ি নিয়মিত এতখানি পরিষ্কার (Bacteria in car) করা হয় না।
গাড়ির বহিরাঙ্গে কোনও সমস্যা হলে গাড়ির মালিক সেটি নিয়ে চিন্তিত হন বেশি। মনে রাখা দরকার বাইরের দিকটি নিয়ম করে সাফ করার পাশাপাশি গাড়ির ভিতরটিও পরিষ্কার করতে ভুলে গেলে চলবে না।