ইন্দোনেশিয়ায় (Indonesia) দক্ষিণ সুমাত্রার মুয়ারা এনিন অঞ্চলে করোনাভাইরাসের টিকা নিয়েছে ABCDEF GHIJK Zuzu৷ সে যখন তার পরিচয়পত্র দেখায়, তখন স্বাস্থ্য আধিকারিকরা তার নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান ৷
advertisement
কিন্তু কেন তার এরকম নাম দেওয়া হয়েছে? জানা গিয়েছে তার বাবা শব্দজব্দ বা ক্রসওয়ার্ড পাজল করতে ভালবাসেন৷ এমনকি, বিদঘুটে নামের পাশে ‘জুজু’-ও কোনও পদবি নয় ৷ তার বাবার নাম জুহরো এবং মায়ের নাম জুলফাহমি৷ এই দুই নামের আদ্যক্ষর মিলিয়েই তৈরি হয়েছে ‘জুজু’৷ কিন্তু স্বাস্থ্য দফতরের আধিকারিকরা টিকাকরণ কেন্দ্রে বালকের নাম দেখে বিস্মিত হয়ে যান৷ এটাই যে তাঁর প্রকৃত নাম, সে কথা তাঁরা বিশ্বাস করতে চাননি৷ কিন্তু শেষ পর্যন্ত সব নথি দেখে তাঁরা মেনে নিতে বাধ্য হন যে বারো বছর বয়সি এই বালকের নাম ‘ABCDEF GHIJK Zuzu’৷
আরও পড়ুন :হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
নামের দৌলতে শিরোনামে আসা এই বালকের দু’জন ভাইও আছে৷ তাদের জন্যও শব্দকল্পদ্রুম নাম ভেবেছিলেন বাবা৷ মেজো ছেলের নাম ঠিক করেছিলেন ‘NOPQ RSTUV’ এবং ছোট ছেলের জন্য ‘ XYZ’৷ কিন্তু পরিবারের বাকি সদস্যদের আপত্তিতে তাঁর সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর হয়নি ৷
আরও পড়ুন : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা
তবে আজব নাম নিয়ে এখন আর অস্বস্তিতে ভোগে না বারো বছরের ABCDEF GHIJK Zuzu ৷ বরং, পিতৃদত্ত এই নামই তাঁর গর্বের কারণ৷ আগে তার বন্ধুরা এই নাম নিয়ে হাসাহাসি করত৷ কিন্তু এখন সেই ছবি পাল্টে গিয়েছে অনেকটাই৷