TRENDING:

Indonesian Boy's Unique Name : ‘ABCDEF GHIJK’ ! বিদঘুটে নামকরণের জন্য চর্চার কেন্দ্রে ইন্দোনেশিয়ার বালক

Last Updated:

Indonesian Boy's Unique Name : সম্প্রতি টিকাকরণের সময় ১২ বছর বয়সি এই বালকের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে৷ তার নাম ‘ABCDEF GHIJK Zuzu’৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহাকবি যতই বলুন না কেন, নামে কী আসে যায়, সম্প্রতি ইন্দোনেশীয় এক বালক ইন্টারনেটে চাঞ্চল্যের কেন্দ্রে, তাঁর নিজের নামের জন্যই৷ সব দিক দিয়েই তাঁর নাম অভিনব৷ সম্প্রতি টিকাকরণের সময় ১২ বছর বয়সি এই বালকের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে৷ তার নাম ‘ABCDEF GHIJK Zuzu’৷
advertisement

ইন্দোনেশিয়ায় (Indonesia) দক্ষিণ সুমাত্রার মুয়ারা এনিন অঞ্চলে করোনাভাইরাসের টিকা নিয়েছে ABCDEF GHIJK Zuzu৷ সে যখন তার পরিচয়পত্র দেখায়, তখন স্বাস্থ্য আধিকারিকরা তার নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান ৷

আরও পড়ুন : গলা পর্যন্ত বালিতে পোঁতা, মাথার চারপাশে ছেঁকে ধরেছে ক্ষুধার্ত পাখির দল! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া...

advertisement

কিন্তু কেন তার এরকম নাম দেওয়া হয়েছে? জানা গিয়েছে তার বাবা শব্দজব্দ বা ক্রসওয়ার্ড পাজল করতে ভালবাসেন৷ এমনকি, বিদঘুটে নামের পাশে ‘জুজু’-ও কোনও পদবি নয় ৷ তার বাবার নাম জুহরো এবং মায়ের নাম জুলফাহমি৷ এই দুই নামের আদ্যক্ষর মিলিয়েই তৈরি হয়েছে ‘জুজু’৷ কিন্তু স্বাস্থ্য দফতরের আধিকারিকরা টিকাকরণ কেন্দ্রে বালকের নাম দেখে বিস্মিত হয়ে যান৷ এটাই যে তাঁর প্রকৃত নাম, সে কথা তাঁরা বিশ্বাস করতে চাননি৷ কিন্তু শেষ পর্যন্ত সব নথি দেখে তাঁরা মেনে নিতে বাধ্য হন যে বারো বছর বয়সি এই বালকের নাম ‘ABCDEF GHIJK Zuzu’৷

advertisement

আরও পড়ুন :হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা

নামের দৌলতে শিরোনামে আসা এই বালকের দু’জন ভাইও আছে৷ তাদের জন্যও শব্দকল্পদ্রুম নাম ভেবেছিলেন বাবা৷ মেজো ছেলের নাম ঠিক করেছিলেন ‘NOPQ RSTUV’ এবং ছোট ছেলের জন্য ‘ XYZ’৷ কিন্তু পরিবারের বাকি সদস্যদের আপত্তিতে তাঁর সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর হয়নি ৷

advertisement

আরও পড়ুন : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে আজব নাম নিয়ে এখন আর অস্বস্তিতে ভোগে না বারো বছরের ABCDEF GHIJK Zuzu ৷ বরং, পিতৃদত্ত এই নামই তাঁর গর্বের কারণ৷ আগে তার বন্ধুরা এই নাম নিয়ে হাসাহাসি করত৷ কিন্তু এখন সেই ছবি পাল্টে গিয়েছে অনেকটাই৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indonesian Boy's Unique Name : ‘ABCDEF GHIJK’ ! বিদঘুটে নামকরণের জন্য চর্চার কেন্দ্রে ইন্দোনেশিয়ার বালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল