আরও পড়ুন- যৌনতায় বিশ্বসেরা গ্রিক-রা, কত নম্বরে রয়েছে ভারত? যা জানাচ্ছে সমীক্ষা
যৌন ও প্রজনন স্বাস্থ্য (Reproductive Health) এবং অধিকার পরিষেবা ও কর্মসূচিতে প্রতি বছর বিশ্বজুড়ে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করা হয়। তবু এখনও যৌন রোগ এবং এইচআইভির বিশ্বের অন্যতম বড়ো সংকট। ‘দ্য প্লেজার প্রজেক্ট’ (The Pleasure Project)-এর গবেষকরা, WHO-এর যৌন ও প্রজনন স্বাস্থ্য বিভাগ STI/HIV ঝুঁকি হ্রাসকে লক্ষ্য রেখে ৩৩ টি বিষয় পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় প্রমাণিত যে, যৌন আনন্দের বিষয়টিকে সামনে এনে কথা বললে যৌন শিক্ষায় তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে অংশগ্রহণকারীদের আচরণ পরিবর্তনে আত্মবিশ্বাস আসে এবং কনডোম ব্যবহারের গুরুত্বটিও স্থাপিত হয়।
advertisement
গবেষকরা জানিয়েছেন, প্রজনন স্বাস্থ্য (Reproductive Health) নিয়ে কথা বলার সময়ও যৌনসুখকে অন্তর্ভুক্ত করা দরকার। যৌন স্বাস্থ্য এবং শিক্ষায় যৌনসুখ বিষয়টিকে এড়িয়ে চলতে গিয়ে যৌনতা বিষয়ে সঠিক শিক্ষাপ্রদান হচ্ছে না। কীভাবে যৌনশিক্ষাকে আরও যুক্তিগ্রাহ্য ও সংবেদনশীল করে তোলা যায় সে সম্পর্কে একটি মৌলিক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গবেষকরা।
আরও পড়ুন- বিঘ্নিত যৌনজীবন? উচ্চরক্তচাপ এর কারণ নয় তো?
গবেষকরা আরও বলেন, “নীতিনির্ধারক এবং প্রোগ্রাম ম্যানেজারদের স্বীকার করা উচিত যে যৌনসুখ যৌন আচরণের এক মূল চালিকাশক্তি এবং এটি যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষায় অন্তর্ভুক্ত করলে ফলাফল ভালোই হবে।”