TRENDING:

Ex IIT Student turns into a Monk: বার্ষিক আয়কর দিতেন ১২ লক্ষ! কর্পোরেট চাকরি, বিলাসিতা বিসর্জন দিয়ে বম্বে আইআইটি-র প্রাক্তনী এখন সর্বত্যাগী সন্ন্যাসী

Last Updated:

Ex IIT Student turns into a Monk: চেনা ছবির উলটপুরাণও আছে। আইআইটি স্নাতক এক তরুণ সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসজীবন গ্রহণ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : প্রতি বছর দেশের লক্ষ লক্ষ পড়ুয়া দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার পাখির চোখ করে রাখেন আইআইটি জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা। মনে করা হয়, আইআইটি দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ। আইআইটি জেইই দেশের কঠিনতম প্রবেশিকা পরীক্ষা। আইআইটি উত্তীর্ণ পড়ুয়ারা দেশে বিদেশে লোভনীয় প্যাকেজের চাকরিও পান। এই চেনা ছবির উলটপুরাণও আছে। আইআইটি স্নাতক এক তরুণ সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসজীবন গ্রহণ করেছেন।
advertisement

উজান স্রোতে পাড়ি দেওয়া সেই তরুণের নাম সঙ্কেত পারেখ। আইআইটি বম্বে থেকে পাশ করার পর তিনি আমেরিকায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। কিন্তু মোটা বেতনের সেই চাকরি তিনি ছেড়ে দেন। অথচ সঙ্কেত তার আগে আগাগোড়াই ছিলেন নিরীশ্বরবাদী। তাই তিনি যখন বলেছিলেন দীক্ষা নিতে চান, শুনে চমকে গিয়েছিলেন তাঁর মা।

আরও পড়ুন: মাঘের পূর্ণিমাতেই আজ বছরের প্রথম পূর্ণচন্দ্র! কোন রাশির প্রেম তুঙ্গে? কারই বা সোনায় সোহাগা? কাদের অর্থিক জীবন তছনছ? পড়ুন পূর্ণিমার রাশিফল

advertisement

জৈন ধর্ম এবং তার দর্শনের সঙ্গে সঙ্কেতের পরিচয় হয বম্বে আইআইটি জীবনে। তাঁর এক সিনিয়র ভাবিক শাহ তাঁকে অনুপ্রাণিত করেন জৈন দর্শনের বিষয়ে। সব কিছু ছেড়ে আত্মা, মন এবং দেহের সমন্বয় নিয়ে ভাবতে থাকেন। বিলাসবহুল জীবন ছেড়ে তিনি জৈনধর্ম নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। প্রায় আড়াই বছর ধরে আচার্য যুগভূষণসুরজির কাছে জৈনধর্মের রীতিনীতি শেখেন।

advertisement

সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমি ঈশ্বর অবিশ্বাসী ছিলাম। কেরিয়ার অনুসরণ করে চললে সব জাগতিক সুখই পেতাম। কিন্তু আমি অন্তরাত্মার ডাক শুনে মানসিক শান্তি পেতে চেয়েছি। এবং সেই শান্তি আমি পেয়েছি।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিনি কত বেতন পেতেন, সঙ্কেত প্রকাশ করেননি। তবে জানিয়েছেন বার্ষিক ১২ লক্ষ টাকা আয়কর দিতেন। কয়েক বছর আগে সঙ্কেতের বাবার মৃত্যু হয়েছে। সন্ন্যাসগ্রহণের সিদ্ধান্ত মাকে বোঝাতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। ছেলে সর্বত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে যাবেন, তিনি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত যখন জানতে পারেন এই পথেই, এই জীবনেই শান্তি পাবে ছেলে, তাঁর ত্যাগে তিতিক্ষার পথে আর বাধা হয়ে দাঁড়াননি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ex IIT Student turns into a Monk: বার্ষিক আয়কর দিতেন ১২ লক্ষ! কর্পোরেট চাকরি, বিলাসিতা বিসর্জন দিয়ে বম্বে আইআইটি-র প্রাক্তনী এখন সর্বত্যাগী সন্ন্যাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল