Top University: দারুণ খবর আইআইটি বোম্বে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ১৫০তে, আর কারা ঠাঁই পেল ৫০০ তে

Last Updated:

Top University: ১১টি ভারতীয় প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে।

এই র‌্যাঙ্কিংয়ে একটি ভারতীয় ইনস্টিটিউটও বিশ্বের শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের  জায়গা করে নিয়েছে।
এই র‌্যাঙ্কিংয়ে একটি ভারতীয় ইনস্টিটিউটও বিশ্বের শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের  জায়গা করে নিয়েছে।
QS World University Rankings 2024, Top Institutes in India: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্রমতালিকা ২০২৪  সামনে এসেছে। এই ক্রমতালিকায় সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাঙ্কিং দেওয়া হয়। বিভিন্ন স্কেলে সারা বিশ্বের ইনস্টিটিউটগুলিকে মূল্যায়ন করার পর প্রত্যেকে একটি স্কোর পায়। এই স্কোরের ভিত্তিতে র‌্যাঙ্কিং তৈরি করা হয়। এবারের র‌্যাঙ্কিং মঙ্গলবার প্রকাশিত হয়েছে, এই র‌্যাঙ্কিংয়ে একটি ভারতীয় ইনস্টিটিউটও বিশ্বের শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের  জায়গা করে নিয়েছে।
এই প্রতিষ্ঠানটি আইআইটি বম্বে। IIT Bombay এই র‌্যাঙ্কিংয়ে ১৪৯ তম স্থান পেয়েছে। এরপরের যে  দ্বিতীয় ভারতীয় ইনস্টিটিউট আছে তা হল আইআইটি দিল্লি, তার স্থান ১৯৭৷
advertisement
advertisement
গত 8 বছরে এই প্রথম কোনও ভারতীয় ইনস্টিটিউট শীর্ষ ১৫০ তে জায়গা করে নিয়েছে। এর আগে ২০১৬ সালে, IISC ব্যাঙ্গালোর ১৪৭ তম স্থান অর্জন করেছিল৷ গত বছরের তুলনায় আইআইএসসি ব্যাঙ্গালোরের র‌্যাঙ্কে এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। গত বছর ইনস্টিটিউটের র‍্যাঙ্কিং ছিল ১৫৫, এ বছর পৌঁছে গেছে ২২৫ নম্বরে।
advertisement
শীর্ষ ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১ টি ভারতীয়
১১টি ভারতীয় প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে। আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইএসসি ব্যাঙ্গালোর ২৭১ তম, আইআইটি কানপুর ২৭৮ তম, আইআইটি মাদ্রাজ ২৮৫ তম, আইআইটি গুয়াহাটি ৩৬৪ তম, আইআইটি রুরকি ৩৬৯ তম, দিল্লি বিশ্ববিদ্যালয় ৪০৭ তম এবং আন্না বিশ্ববিদ্যালয় ৪২৭ তম স্থানে রয়েছে।
advertisement
ভারতের শীর্ষ-১০ প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং নিচে দেখুন-
১- আইআইটি বোম্বে (১৪৯ )
২-  আইআইটি দিল্লি (১৯৭)
৩- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (২২৫)
৪-  আইআইটি খড়গপুর (২৭১)
৫- আইআইটি কানপুর (২৭৮)
৬- আইআইটি মাদ্রাজ (২৮৫)
৭-আইআইটি গুয়াহাটি (৩৬৪)
৮- আইআইটি রুরকি (৩৬৯)
৯- দিল্লি বিশ্ববিদ্যালয় (৪০৭)
১০- আন্না বিশ্ববিদ্যালয় (৪২৭)
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Top University: দারুণ খবর আইআইটি বোম্বে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ১৫০তে, আর কারা ঠাঁই পেল ৫০০ তে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement