TRENDING:

Hug Day 2024: নিবিড় আলিঙ্গন নাকি শক্ত করে জড়িয়ে ধরা-কোনটা পছন্দ আপনার মনের মানুষের? জানুন কোন আলিঙ্গনে কী বোঝায়

Last Updated:

Hug Day 2024: শুধু জড়িয়ে ধরলেই হবে না। আলিঙ্গনের শ্রেষ্ঠ উপায় বা কায়দা জানা দরকার। তবেই খুশি হবে আপনার সঙ্গী বা সঙ্গিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: প্রেমের সপ্তাহ উদযাপনে আজ ১২ ফেব্রুয়ারি Hug Day বা জড়িয়ে ধরার দিন। আজ আপনার প্রিয়জনকে আলিঙ্গন করতে পারেন। তবে শুধু জড়িয়ে ধরলেই হবে না। আলিঙ্গনের শ্রেষ্ঠ উপায় বা কায়দা জানা দরকার। তবেই খুশি হবে আপনার সঙ্গী বা সঙ্গিনী।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

Bear Hug: একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরা কে বলে Bear Hug। পরস্পরকে তীব্র ভালবাসলে এমন ভাবে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তবে দুজন দুজনকে খুব ভালবাসলেই এই ধরনের একটা আলিঙ্গন করা যায়।

One Way Hug: এই আলিঙ্গন প্রথমে শুধুমাত্র একজনই করেন। পরবর্তীতে অপর জনও জড়িয়ে ধরেন হালকা করে। সম্পর্ক গভীর হলে এমন আচরণ করেন সঙ্গী। যত্নশীল সঙ্গীরা এভাবেই জড়িয়ে ধরেন সাধারণত।

advertisement

আরও পড়ুন : বাড়িতে গাঁদাগাছ আছে? বদহজম থেকে ব্রণ সারাতে অদ্বিতীয় গাঁদা পাতা ও ফুল

View More

Intimate Hug: এভাবে জড়িয়ে ধরাটা খুব নিবিড় জড়িয়ে ধরা। সঙ্গী খুব বিশ্বাস ও ভরসা থেকে এভাবে জড়িয়ে ধরেন। অনেকটা পথ হাত ধরে চলতে চান তিনি। তবে জনসম্মুখে এ ধরনের আলিঙ্গন অন্যদের কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে। তাই এই ধরনের আচরণ নিভৃতে করতে পারেন।

advertisement

Back Hug: এই ধরনের আলিঙ্গন অনেকটা সারপ্রাইজড করে দেয় সঙ্গীকে। পিছন থেকে জড়িয়ে ধরাকে বলে Back Hug। হঠাৎ করেই  এসে পিছন থেকে জড়িয়ে ধরেন। ভালবাসার মানুষকে সুরক্ষিত রাখতে এভাবে জড়িয়ে ধরেন সঙ্গী।

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

তবে এ ক্ষেত্রে আপনি যেভাবেই আলিঙ্গন করুন না কেন। বেশি সময় নিজের সঙ্গীকে জড়িয়ে ধরবেন না। আলিঙ্গন একটি সময়সীমার মধ্যে থাকা উচিত। এই সময়সীমা দুটি মানুষের মধ্যে ব্যবধান তৈরি করে বা পূরণ করে। আলিঙ্গনের জন্য আদর্শ সময় সর্বোচ্চ ৩ সেকেন্ড। নাহলে আপনি ভালবাসার প্রকাশ করতে গেলে কিন্তু সঙ্গী ভুল ভেবে বসতে পারেন! সেক্ষেত্রে সম্পর্কে ব্যবধান চলে আসবে। তবে যেকোনও আলিঙ্গন এদিন ভুলেও পাবলিক প্লেসে করবেন না।এমন আচরণে অন্যরা কী ভাববেন, সেদিকে খেয়াল রাখা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hug Day 2024: নিবিড় আলিঙ্গন নাকি শক্ত করে জড়িয়ে ধরা-কোনটা পছন্দ আপনার মনের মানুষের? জানুন কোন আলিঙ্গনে কী বোঝায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল