Benefits of Marigold Plant: বাড়িতে গাঁদাগাছ আছে? বদহজম থেকে ব্রণ সারাতে অদ্বিতীয় গাঁদা পাতা ও ফুল

Last Updated:
Benefits of Marigold Plant: সৌন্দর্যের পাশাপাশি গাঁদা ফুল ও গাছের অন্যান্য অংশের উপকারিতারও শেষ নেই৷ গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে৷ আয়ুর্বেদশাস্ত্রে নানা ভাবে গাঁদাগাছের পাতা ব্যবহারের কথা বলা হয়েছে৷
1/8
শীতের পর বসন্ত জুড়েও চলে গাঁদাফুলের দাপট। সরস্বতীপুজোর অন্যতম উপকরণ হলুদ ও কমলা রঙের এই ফুল।
শীতের পর বসন্ত জুড়েও চলে গাঁদাফুলের দাপট। সরস্বতীপুজোর অন্যতম উপকরণ হলুদ ও কমলা রঙের এই ফুল।
advertisement
2/8
সৌন্দর্যের পাশাপাশি গাঁদা ফুল ও গাছের অন্যান্য অংশের উপকারিতারও শেষ নেই৷ গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে৷ আয়ুর্বেদশাস্ত্রে নানা ভাবে গাঁদাগাছের পাতা ব্যবহারের কথা বলা হয়েছে৷
সৌন্দর্যের পাশাপাশি গাঁদা ফুল ও গাছের অন্যান্য অংশের উপকারিতারও শেষ নেই৷ গাঁদাগাছের পাতাও নানা কাজে লাগে৷ আয়ুর্বেদশাস্ত্রে নানা ভাবে গাঁদাগাছের পাতা ব্যবহারের কথা বলা হয়েছে৷
advertisement
3/8
গাঁদাফুল ও পাতা নানাকাজে লাগে৷ সে বিষয়ে জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ বিক্রম চৌহান৷ দেখে নিন কোন কোন উপায়ে গাঁদাফুল ও এই গাছের পাতা থেকে উপকৃত হবেন৷
গাঁদাফুল ও পাতা নানাকাজে লাগে৷ সে বিষয়ে জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ বিক্রম চৌহান৷ দেখে নিন কোন কোন উপায়ে গাঁদাফুল ও এই গাছের পাতা থেকে উপকৃত হবেন৷
advertisement
4/8
ছোটখাটো কাটা, পোড়া-সহ ত্বকের নানা সমস্যায় ওষুধ হিসেবে কাজ করে মেরিগোল্ড টিঙ্কচার৷ নতুন টিস্যু, কোলাজেন তৈরিতে সাহায্য করে৷ ক্ষতস্থানে রক্তপ্রবাহে সাহায্য করে৷ অ্যাথলিটস ফুট, দাদের মতো চর্মরোগে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে গাঁদা ফুল এবং এর পাতা৷
ছোটখাটো কাটা, পোড়া-সহ ত্বকের নানা সমস্যায় ওষুধ হিসেবে কাজ করে মেরিগোল্ড টিঙ্কচার৷ নতুন টিস্যু, কোলাজেন তৈরিতে সাহায্য করে৷ ক্ষতস্থানে রক্তপ্রবাহে সাহায্য করে৷ অ্যাথলিটস ফুট, দাদের মতো চর্মরোগে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে গাঁদা ফুল এবং এর পাতা৷
advertisement
5/8
হজমের সমস্যা ও পেটের গণ্ডগোল সারাতে অত্যন্ত কার্যকর গাঁদাপাতার রস৷ গাঁদা ফুল ও পাতার রস কাজে লাগানো হয় অর্শের উপশমে৷ কানে কোনও সাধারণ সংক্রমণ হলে প্রাথমিক চিকিৎসায় আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী দেওয়া হয় গাঁদাপাতার রস৷ সেক্ষেত্রে সামান্য গরম করে গাঁদাপাতার রস প্রয়োগ করা হয়৷
হজমের সমস্যা ও পেটের গণ্ডগোল সারাতে অত্যন্ত কার্যকর গাঁদাপাতার রস৷ গাঁদা ফুল ও পাতার রস কাজে লাগানো হয় অর্শের উপশমে৷ কানে কোনও সাধারণ সংক্রমণ হলে প্রাথমিক চিকিৎসায় আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী দেওয়া হয় গাঁদাপাতার রস৷ সেক্ষেত্রে সামান্য গরম করে গাঁদাপাতার রস প্রয়োগ করা হয়৷
advertisement
6/8
দীর্ঘ দিন ত্বকের উপর কোনও ফোঁড়া যদি না সারে বা খোসপাঁচড়ার মতো কিছু হলে গাঁদাপাতার রস ব্যবহার করা হয় টোটকা হিসেবে৷ গাঁদাফুলের পাপড়ির রস মাথায় লাগালে চুল পড়া ও খুশকির সমস্যাও দূর হয়।
দীর্ঘ দিন ত্বকের উপর কোনও ফোঁড়া যদি না সারে বা খোসপাঁচড়ার মতো কিছু হলে গাঁদাপাতার রস ব্যবহার করা হয় টোটকা হিসেবে৷ গাঁদাফুলের পাপড়ির রস মাথায় লাগালে চুল পড়া ও খুশকির সমস্যাও দূর হয়।
advertisement
7/8
তৈলাক্ত ত্বকের চিকিৎসায় গাঁদা ফুল উপকারী। এছাড়া রোদে পোড়া ত্বকে গাঁদা ফুলের রস লাগালে কিছুক্ষণের মধ্যেই জ্বালা ভাব চলে যায় এবং ত্বক শীতল হয়ে যায়।
তৈলাক্ত ত্বকের চিকিৎসায় গাঁদা ফুল উপকারী। এছাড়া রোদে পোড়া ত্বকে গাঁদা ফুলের রস লাগালে কিছুক্ষণের মধ্যেই জ্বালা ভাব চলে যায় এবং ত্বক শীতল হয়ে যায়।
advertisement
8/8
প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে গাঁদাফুল। তাই ব্রণের উপর ফুলের রস লাগালে দ্রুত ব্রণ সেরে যায়। তাজা ফুল গরম জলে ভিজিয়ে রাখুন এবং তারপর দিনে অন্তত একবার ত্বকে লাগান। পাল্টে ‌যাবে ত্বকের চেহারা।
প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে গাঁদাফুল। তাই ব্রণের উপর ফুলের রস লাগালে দ্রুত ব্রণ সেরে যায়। তাজা ফুল গরম জলে ভিজিয়ে রাখুন এবং তারপর দিনে অন্তত একবার ত্বকে লাগান। পাল্টে ‌যাবে ত্বকের চেহারা।
advertisement
advertisement
advertisement