TRENDING:

Hug Day 2023: আজ হাগ ডে, আলিঙ্গনে প্রকাশ পাবে প্রেম! তবে কোথায় কীভাবে জড়িয়ে ধরা যায় জানেন কি

Last Updated:

Hug Day 2023: মনে রাখতে হবে যে, রেস্তরাঁ কিংবা কাফেও কিন্তু পাবলিক প্লেস। তাই সেখানেও মাত্রার মধ্যে রাখতে হবে পিডিএ বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনের বিষয়টা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উষ্ণ আলিঙ্গন ভালোবাসারই এক রূপ। ফলে প্রেমের সপ্তাহে আলিঙ্গন দিবস না-থাকলে কি আর চলে। প্রতি বছর ১২ ফেব্রুয়ারি দিনটিকে আলিঙ্গন দিবস বা হাগ ডে হিসেবে উদযাপন করা হয়। আসলে মন খারাপের সময় কিংবা কঠিন পরিস্থিতিতে ভালোবাসার মানুষের থেকে পাওয়া উষ্ণ আলিঙ্গন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। শুধু তা-ই নয়, আলিঙ্গন আবার অনুভূতি বা প্রেম প্রকাশের একটা মাধ্যমও বটে। কিন্তু জনসমক্ষে আলিঙ্গনকে আবার অনেক সময় দৃষ্টিকটু হিসেবেও গণ্য করেন। বিষয়টা কি সত্যিই তেমন? আসলে অনেকেই এমন ভাবে বিশেষ মানুষকে আলিঙ্গন করেন, যা ভীষণ রকম চোখে লাগে। তাই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, একান্তে করা আলিঙ্গন আর জনসমক্ষে করা আলিঙ্গনের ধরন কিন্তু আলাদা হওয়া উচিত।
হাগ ডে
হাগ ডে
advertisement

একে অপরের থেকে বিদায় নেওয়ার সময় পিডিএ বা আলিঙ্গন:

একে অপরকে বিদায় জানানোর সময় স্টেশনে কিংবা বাস স্টপে আলিঙ্গন করাই যেতে পারে। তবে মাথায় রাখতে হবে, ভিড়ে ঠাসা স্টেশন কিংবা বাস স্টপ কিন্তু পাবলিক প্লেস। নিজের বাড়ি নয়। সেখানে নানা ধরনের মানুষ থাকবে। এই রকম জায়গায় হাত ধরা, কাঁধে মাথা রাখা, আলতো আলিঙ্গন করে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা যেতেই পারে।

advertisement

আরও পড়ুন: আজ হাগ ডে, সঙ্গিনীকে কতক্ষণ আলিঙ্গন করবেন? জানুন মনোবিজ্ঞানীদের পরামর্শ

আরও পড়ুন: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

বাইরে ঘোরার সময় প্রেম-আলিঙ্গন:

ধরা যাক, কেউ তাঁর মনের মানুষের সঙ্গে দূরে কোথাও বেড়াতে গিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একে অপরের প্রতি মনের অনুভূতি প্রকাশের ইচ্ছে জাগতেই পারে। সেখানে যদিও কোনও অসুবিধা নেই। কিন্তু যদি তাঁরা কোনও দলের সঙ্গে বেড়াতে গিয়ে থাকেন, তাহলে নিজেদের মধ্যে হারিয়ে গেলে আবার মুশকিল। ভ্রমণের সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অন্য গন্তব্যে পৌঁছতে দেরিও হয়ে যেতে পারে। আবার ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে পড়লে পথচারীরা অসুবিধার মুখে পড়তেই পারেন। সেই দিকটাও মাথায় রাখা জরুরি।

advertisement

রেস্তোরাঁ কিংবা কাফেতে পিডিএ বা আলিঙ্গন:

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

মনে রাখতে হবে যে, রেস্তরাঁ কিংবা কাফেও কিন্তু পাবলিক প্লেস। তাই সেখানেও মাত্রার মধ্যে রাখতে হবে পিডিএ বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনের বিষয়টা। তাই সেখানেও হাত ধরা, আলতো করে আলিঙ্গন কিংবা চুমু চলতেই পারে। তবে তা মাত্রা ছাড়ালে অন্য গ্রাহকেরা আপত্তি করতেই পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hug Day 2023: আজ হাগ ডে, আলিঙ্গনে প্রকাশ পাবে প্রেম! তবে কোথায় কীভাবে জড়িয়ে ধরা যায় জানেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল