একে অপরের থেকে বিদায় নেওয়ার সময় পিডিএ বা আলিঙ্গন:
একে অপরকে বিদায় জানানোর সময় স্টেশনে কিংবা বাস স্টপে আলিঙ্গন করাই যেতে পারে। তবে মাথায় রাখতে হবে, ভিড়ে ঠাসা স্টেশন কিংবা বাস স্টপ কিন্তু পাবলিক প্লেস। নিজের বাড়ি নয়। সেখানে নানা ধরনের মানুষ থাকবে। এই রকম জায়গায় হাত ধরা, কাঁধে মাথা রাখা, আলতো আলিঙ্গন করে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা যেতেই পারে।
advertisement
আরও পড়ুন: আজ হাগ ডে, সঙ্গিনীকে কতক্ষণ আলিঙ্গন করবেন? জানুন মনোবিজ্ঞানীদের পরামর্শ
আরও পড়ুন: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন
বাইরে ঘোরার সময় প্রেম-আলিঙ্গন:
ধরা যাক, কেউ তাঁর মনের মানুষের সঙ্গে দূরে কোথাও বেড়াতে গিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একে অপরের প্রতি মনের অনুভূতি প্রকাশের ইচ্ছে জাগতেই পারে। সেখানে যদিও কোনও অসুবিধা নেই। কিন্তু যদি তাঁরা কোনও দলের সঙ্গে বেড়াতে গিয়ে থাকেন, তাহলে নিজেদের মধ্যে হারিয়ে গেলে আবার মুশকিল। ভ্রমণের সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অন্য গন্তব্যে পৌঁছতে দেরিও হয়ে যেতে পারে। আবার ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে পড়লে পথচারীরা অসুবিধার মুখে পড়তেই পারেন। সেই দিকটাও মাথায় রাখা জরুরি।
রেস্তোরাঁ কিংবা কাফেতে পিডিএ বা আলিঙ্গন:
মনে রাখতে হবে যে, রেস্তরাঁ কিংবা কাফেও কিন্তু পাবলিক প্লেস। তাই সেখানেও মাত্রার মধ্যে রাখতে হবে পিডিএ বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনের বিষয়টা। তাই সেখানেও হাত ধরা, আলতো করে আলিঙ্গন কিংবা চুমু চলতেই পারে। তবে তা মাত্রা ছাড়ালে অন্য গ্রাহকেরা আপত্তি করতেই পারেন।
