হোম » ছবি » লাইফস্টাইল » সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

  • 16

    Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

    আজ হাগ ডে। মনের মানুষকে জড়িয়ে ধরার দিন। বুকে মুখ গুঁজে নিশ্চিন্তে কিছু সময় কাটানো। কিন্তু এই দেশে পাবলিক প্লেসে যদি প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ একে অপরকে জড়িয়ে ধরেন, তাহলে কী হবে? রীতিমতো লোক জড়ো হয়ে যেতে পারে। ভেসে আসবে কটূ কথা।

    MORE
    GALLERIES

  • 26

    Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

    কিন্তু আইনত নিষিদ্ধ নয় মোটেই। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিভিন্ন সময়ে একাধিক অনুষ্ঠানে বার বার বলেছেন, জনসমক্ষে প্রাপ্তবয়স্কদের মধ্যে চুম্বন বা আলিঙ্গন বৈধ। আইন বিশেষজ্ঞরাও বলছেন, ভারতীয় সংবিধানের ১৯ (১)(এ) ধারা অনুযায়ী আলিঙ্গন এবং চুম্বন বাক ও মত প্রকাশের স্বাধীনতারই একটা অংশ।

    MORE
    GALLERIES

  • 36

    Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

    কিন্তু পিডিএ বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন আইনত বৈধ নয়। অর্থাৎ জনসমক্ষে আলিঙ্গন করা যায়, কিন্তু শারীরিক ঘনিষ্ঠতা চলবে না। আইনের দৃষ্টিতে তা দর্শকের কাছে অশ্লীল মনে হতে পারে। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী, এটা শাস্তিযোগ্য অপরাধ।

    MORE
    GALLERIES

  • 46

    Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

    সোজা কথায়, জনসমক্ষে আলিঙ্গন ভারতীয় আইনের পরিপন্থী নয়। আরও স্পষ্ট করে বললে, প্রকাশ্যে আলিঙ্গনকে নিষিদ্ধ করার মতো নির্দিষ্ট কোনও আইনই নেই ভারতে। এটা স্নেহ আর ভালোবাসার সাধারণ এবং গ্রহণযোগ্য রূপ। তবে হ্যাঁ, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ভিন্ন। তাই আলিঙ্গন করার আগে সেই অঞ্চলের রীতিনীতি এবং নিয়ম সম্পর্কে সচেতন থাকা উচিত।

    MORE
    GALLERIES

  • 56

    Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

    তবে এটাও মাথায় রাখতে হবে, এদেশে অশ্লীল কাজ এবং অশ্লীলতা নিয়ে আইন রয়েছে। এতে কিছু নির্দিষ্ট আচরণকে পাবলিক প্লেসে নিষিদ্ধ করা হয়েছে যা আপত্তিকর বা অশ্লীল বলে বিবেচিত হয়। এমনটা হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এক্ষেত্রে ব্যক্তির আচরণকে হয়রানি হিসেবেও দেখা হতে পারে। তাহলে যৌন হয়রানি সম্পর্কিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হতে পারে।

    MORE
    GALLERIES

  • 66

    Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন

    যুগলে কি হাত ধরে ঘোরা যায়: এই দেশে চুম্বন এবং আলিঙ্গনকে যৌনতার অংশ হিসাবে বিবেচনা করা হয়। জনসমক্ষে এগুলো না করাই ভাল। গ্রাম বা ছোট শহরে যুগলে হাত ধরে ঘুরলেও লোকে বাঁকা নজরে দেখে। তবে বড় শহরে এসব কেউ দেখতে যায় না। যদিও সতর্ক থাকাই উচিত, হাজার হোক, ভালোবাসার দিন যদি বদলে যায় হয়রানিতে, তা কি আর কাম্য হতে পারে!

    MORE
    GALLERIES