Hug Day 2023: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Hug Day 2023: বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ভিন্ন। তাই আলিঙ্গন করার আগে সেই অঞ্চলের রীতিনীতি এবং নিয়ম সম্পর্কে সচেতন থাকা উচিত।
advertisement
advertisement
advertisement
সোজা কথায়, জনসমক্ষে আলিঙ্গন ভারতীয় আইনের পরিপন্থী নয়। আরও স্পষ্ট করে বললে, প্রকাশ্যে আলিঙ্গনকে নিষিদ্ধ করার মতো নির্দিষ্ট কোনও আইনই নেই ভারতে। এটা স্নেহ আর ভালোবাসার সাধারণ এবং গ্রহণযোগ্য রূপ। তবে হ্যাঁ, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ভিন্ন। তাই আলিঙ্গন করার আগে সেই অঞ্চলের রীতিনীতি এবং নিয়ম সম্পর্কে সচেতন থাকা উচিত।
advertisement
তবে এটাও মাথায় রাখতে হবে, এদেশে অশ্লীল কাজ এবং অশ্লীলতা নিয়ে আইন রয়েছে। এতে কিছু নির্দিষ্ট আচরণকে পাবলিক প্লেসে নিষিদ্ধ করা হয়েছে যা আপত্তিকর বা অশ্লীল বলে বিবেচিত হয়। এমনটা হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এক্ষেত্রে ব্যক্তির আচরণকে হয়রানি হিসেবেও দেখা হতে পারে। তাহলে যৌন হয়রানি সম্পর্কিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হতে পারে।
advertisement
যুগলে কি হাত ধরে ঘোরা যায়: এই দেশে চুম্বন এবং আলিঙ্গনকে যৌনতার অংশ হিসাবে বিবেচনা করা হয়। জনসমক্ষে এগুলো না করাই ভাল। গ্রাম বা ছোট শহরে যুগলে হাত ধরে ঘুরলেও লোকে বাঁকা নজরে দেখে। তবে বড় শহরে এসব কেউ দেখতে যায় না। যদিও সতর্ক থাকাই উচিত, হাজার হোক, ভালোবাসার দিন যদি বদলে যায় হয়রানিতে, তা কি আর কাম্য হতে পারে!
