TRENDING:

Hug Day 2022: ছোট্ট ট্রিপ আর মিষ্টি সারপ্রাইজ! আলিঙ্গনের দিন কীভাবে কাটাবেন পরিকল্পনা করে নিন এখনই

Last Updated:

Hug Day Celebration: আলিঙ্গন করার সময়, আমাদের স্তনের হাড় বা স্টারনামের উপর যে চাপ পড়ে তা আমাদের থাইমাস গ্রন্থিকে উদ্দীপিত করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি, রোজ ডে দিয়ে। আলিঙ্গন দিবস (Hug Day 2022) ভ্যালেন্টাইন সপ্তাহের ষষ্ঠ দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি উদযাপিত হয়। প্রেমিকযুগল এবং প্রিয়জনরা একে অপরকে আলিঙ্গনের (Hug Day 2022) মাধ্যমে ভালোবাসা, স্নেহ, নির্ভরতা প্রকাশ করার সুযোগ পান এই দিনে। আলিঙ্গন শুধুই প্রেমের প্রকাশ নয়। জড়িয়ে ধরলে মন ভালো হয়ে যায়, নিরাপত্তাবোধ হয় এবং অন্ধকার সময়েও মনে শক্তি যোগায়। শনিবার, কীভাবে পালন করবেন আলিঙ্গন দিবস দেখে নিন এক ঝলকে।
advertisement

আরও পড়ুন- আজ আলিঙ্গন দিবস! প্রিয়জনকে ২০ সেকেন্ড জড়িয়ে ধরলেই ঘটতে পারে এই ম্যাজিক

নিবিড় আলিঙ্গন

আপনার প্রিয়জনকে শক্ত করে জড়িয়ে ধরুন। উষ্ণতম আলিঙ্গনে আপনাদের মধ্যেকার সমস্ত প্রেম আরও ঘন হয়ে উঠবে। তাই যতটা পারেন নিবিড়ভাবে আলিঙ্গন (Hug Day 2022) করুন প্রিয়জনকে!

সারপ্রাইজ উপহার

হঠাৎ করে উপহার পেতে কে না ভালোবাসে। আপনার সঙ্গীকে তার পছন্দ অনুযায়ী কিছু উপহার দিন এই বিশেষ দিনে। অবশ্য উষ্ণ আলিঙ্গন নিজেই একটা বড় উপহার হতে পারে। বিশেষ করে যদি অনেক দিন পর আপনাদের দেখা হয়।

advertisement

কুশন বা বালিশ উপহার দিন

গবেষণা বলছে, প্রিয়জনকে আলিঙ্গন (Hug Day 2022) করে ঘুমোতে গেলে মন শান্ত থাকে, ঘুমও ভালো হয়। তবে যদি সঙ্গীর থেকে দূরে থাকেন, এই বিশেষ দিনেও তাকে জড়িয়ে ধরার সুযোগ না পান তবে প্রেমের আরামের প্রতীক হিসেবে বালিশ বা কুশন উপহার পাঠাতে পারেন সঙ্গীকে।

আরও পড়ুন- নাকে বা পেটে চুমুর অর্থ কী জানেন? চুম্বন দিবসের আগে দেখে নিন চুমুর রকমফের

advertisement

বাড়িতে পোষ্য আনুন

ভালোবাসা এবং আলিঙ্গন শুধুমাত্র মানুষের নয়, প্রাণীদেরও প্রয়োজন। এই দেশে রাস্তায় বহু ক্ষুধার্ত বা অসুস্থ প্রাণী দেখতেই পান হরদম। ওদের দেখাশোনা করুন এবং খাওয়ান। চাইলে বাড়িতে নিয়ে যত্নে পালন করুন। নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে বড় কিছুই নেই।

ছোট্ট করে ঘুরে আসুন

এই বিশেষ দিনে এমন একটি জায়গায় ঘুরতে যান যেখানে আপনার সঙ্গী যেতে চেয়েছে বা তার পছন্দ। বাইরে ঘুরতে যান, দুপুরের খাওয়াটাও বাইরেই সারুন একসঙ্গে।

advertisement

বারেবারে আলিঙ্গন করুন

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

আলিঙ্গন আমাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। স্ট্রেস হরমোন কর্টিসলের প্রভাবকে ঠেকায় অক্সিটোসিন এবং আমাদের মন শান্ত করতে সাহায্য করে। আলিঙ্গন করার সময়, আমাদের স্তনের হাড় বা স্টারনামের উপর যে চাপ পড়ে তা আমাদের থাইমাস গ্রন্থিকে উদ্দীপিত করে। থাইমাস গ্রন্থি আমাদের ইমিউন সিস্টেমের বিকাশ এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। তাই, চাপ এড়িয়ে চলতে বারে বারেই প্রিয়জনকে জড়িয়ে ধরুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hug Day 2022: ছোট্ট ট্রিপ আর মিষ্টি সারপ্রাইজ! আলিঙ্গনের দিন কীভাবে কাটাবেন পরিকল্পনা করে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল