প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারি থেকে টানা কয়েক মাস বিরামপুর গ্রামের উর্বর জমিতে গোলাপের বাগিচায় ফুটে ওঠে রঙিন গোলাপ। সেই গোলাপের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ হাজির হচ্ছেন। গ্রামের মধ্য দিয়ে সরু মাঝারি রাস্তা। সেই রাস্তার ধারে জমিতে ফুটে রয়েছে নানা রঙের গোলাপ। এই দৃশ্য মনে অন্য অনুভূতি যোগায়। শীতের দিনে হিমেল হাওয়ায় মাথা দোলাচ্ছে গোলাপ। সেই বাগান চাক্ষুষ করতেই মানুষ দলে দলে হাজির হচ্ছেন এখানে। মানুষের উপস্থিতি কেন্দ্র করে গোলাপের চাহিদাও বাড়ছে, সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বাগান থেকেই গোলাপ বিক্রি হচ্ছে যা কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে। যদিও এবার সেভাবে এখনও এর থেকে সেভাবে গোলাপ বিক্রি শুরু হয়নি জানাচ্ছেন একাংশের বাগান মালিক।
advertisement
এখানকার অধিকাংশ কৃষি জমিতে বিভিন্ন ফুলের চাষ ও নার্সারি গড়ে উঠছে। সেই সমস্ত জমিতে উৎপাদিত গাছ ও ফুল জেলার বিভিন্ন প্রান্ত ভিন জেলা ভিন্ন রাজ্য এমনকি বিদেশে পৌঁছে যাচ্ছে । এক সময় এখানে সবজি ধান ও পানের চাষ হলেও ধীরে ধীরে মানুষ ফুল চাষের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে। আর বর্তমানে মানুষ গোলাপ চাষের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে।
পুরুষ মহিলা উভয়ে গোলাপ ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে ফুল ফোটাচ্ছেন বাগানে। ফুল ফোটানোর পাশাপাশি চারা গাছ তৈরি হয় এখানে।