কেন ওমব্রে লিপ মেকআপ করা হয়
যে সকল মহিলার ঠোঁট ছোট বা পাতলা, বেশিরভাগ সময়ে তাঁরাই ওমব্রে লিপ করতে পছন্দ করেন। মেকআপের মাধ্যমে ওমব্রে লিপ করলে মোহময়ী দেখতে লাগে। যার ফলে ঠোঁট অনেক বেশি পাউটে ভরা দেখতে লাগে। আবার অনেক মহিলারাই শুধুমাত্র একটি ঠোঁটে এই স্টাইল করেন। আসলে অনেক মহিলার শুধুমাত্র উপরে কিংবা নিচের ঠোঁটের আকার ছোট হয়, তাই তাঁরা যে কোনও একটি ঠোঁটে ওমব্রে লিপ স্টাইল করেন।
advertisement
আরও পড়ুন: ‘বিউটি স্লিপ’ নয়, পুজোয় নজরকাড়া সুন্দরী হয়ে উঠতে ঘুমোন এই নিয়ম মেনে
আরও পড়ুন: এই নিয়ম মানলেই পুজোয় যতই খান, বদহজম আপনাকে কাবু করতে পারবে না
কীভাবে ওমব্রে লিপ করা যায়
প্রথমে লিপ লাইনারের সাহায্যে ঠোঁটে আউটলাইন করতে হবে। যার জন্য কোনও ডার্ক কালারের লিপ পেনসিল ব্যবহার করা যায়। আউটলাইন করার পরে সেটি ভেতরের দিকে ব্লেন্ড করতে হবে। সেক্ষেত্রে ভালভাবে ব্লেন্ড করার জন্যে লিপস্টিক ব্রাশ ব্যবহার করলে সুবিধে হবে। তারপর আঙুল দিয়ে ঠোঁটের রঙ ফের একবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে অতিরিক্ত রঙ না থাকে এবং দেখতে আরও নিঁখুত লাগে। এরপর নুড রঙের লিপস্টিক ঠোঁটের মাঝখানে লাগাতে হবে এবং সেটিও আঙুল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এর ফলে সবকটি রঙ ভাল ভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং অতিরিক্ত লিপস্টিক লেগে থাকবে না। ব্যাপারটা নিঁখুত করতে শেষে লিপগ্লস ব্যবহার করা যায়। তবে উপরের ও নিচের দুটি ঠোঁটেই যেন মেকআপ একই রকম স্মুদ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
