অয়েল ট্রিটমেন্ট
ভিটামিন ই চোখের তলার কালি দূর করতে সাহায্য করে। একটি পাত্রে ঠান্ডা জলের মধ্যে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল মিশিয়ে নিতে হবে। তার পর তুলোয় সেই মিশ্রণ নিয়ে তা মিনিট ২০ চোখের উপর দিয়ে রাখুন। উপকার পাবেন।
শশা
একটি তাজা শশাকে কিছু ক্ষণ ফ্রিজ বা বরফ জলে রেখে ঠান্ডা করে নিন। তার পর মাপ বুঝে দু'টুকরো শশা গোল করে কেটে সেগুলিকে মিনিট ২০ মতো চোখের উপর দিয়ে রাখুন। এতে চোখের তলার ফোলা ভাব এবং কালি দূর করতে সাহায্য করে।
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগারে জেরবার? ডায়েটে রাখুন এই ফল ও সব্জিগুলির রস, উপকারই পাবেন
আরও পড়ুন : নানা সমস্যার অব্যর্থ দাওয়াই! প্রতিদিন ডায়েটে যোগ করতে হবে দু’টি করে ভেজানো খেজুর!
টি ব্যাগ
দু'টি টি ব্যাগ গরম জলে কিছু ভিজিয়ে রাখুন। এর পর গরম জল থেকে টি ব্যাগ দু'টি তুলে ঠান্ডা করে নেওয়ার পর সেগুলিকে চোখের উপর দিয়ে রাখুন।
আলু
একটি আলুকে ঠান্ডা করে সেটিকে দু'ভাগে কেটে নিন। তার পর সেই টুকরোগুলিকে মিনিট দশেক মতো দু'চোখের উপর রাখুন। এতেই হবে মুশকিল আসান।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)