প্রেশার কুকারে পাউরুটি তৈরি করতে গেলে প্রথমে মোটামুটি ৫ লিটারের একটি প্রেশার কুকার নিতে হবে। প্রেশার কুকারের ভিতরে একটি স্টেনলেস স্টিলের গ্রিডল রাখতে হবে। পাউরুটি বেক করার ঠিক আগে প্রেশার কুকার ৫ থেকে ১০ মিনিট কম আঁচে গরম করতে হবে।
আরও পড়ুন: সমুদ্রতটে লাস্যময়ী নুসরত, তাঁর ট্রিপ থেকে সুপার হট লুকে ক্লিনবোল্ড নেটিজেনরা
advertisement
এর পরে, ময়দা মাখতে হবে। ময়দা বা আটা যা খুব মিহি হবে ২ কাপ নিতে হবে। একটি চালুনি দিয়ে চেলে নিয়ে এতে নুন মেশাতে হবে। এবার নুন ভাল করে মিশিয়ে দিতে হবে। যদি মশলাদার স্বাদের রুটি ভাল লাগে তাহলে নুনের সঙ্গে অন্য শুকনো মশলাও মিশিয়ে নেওয়া যায়।
একটি বাটিতে ২ টেবিল চামচ উষ্ণ জল, ২ টেবিল চামচ চিনি এবং দেড় চামচ ইস্ট যোগ করতে হবে। এটা ফেনা ফেনা করে মিশিয়ে নিতে হবে।
আরও পড়ুন: মায়ের জন্মদিন! বেঁচে থাকলে ৭৩ বছরেও ধর্ষণের হুমকি পেতেন আশঙ্কা রুপঙ্করের
ময়দার মিশ্রণে ১/৪ কাপ গলা মাখন এবং আড়াই কাপ তেল দিয়ে ভালভাবে মিশিয়ে ইস্ট যোগ করতে হবে। একটি মসৃণ ময়দার তাল তৈরি করে উপরে কিছু তেল, নুন এবং মরিচ ছড়িয়ে দিতে হবে। একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
১ ঘন্টা পরে ময়দা ফুলে উঠবে, এটা ভাল করে ঠেসে নিতে হবে। এর জন্য বেলনও ব্যবহার করা যেতে পারে। আরও একবার ঠেসে নিয়ে কাপড় দিয়ে একঘণ্টা ঢেকে রাখতে হবে।
এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ৩০-৪৫ মিনিটের জন্য কেকের মতো বেক করতে হবে। টুথপিক ব্যবহার করে দেখতে হবে পাউরুটি রেডি হয়েছে কি না। ছাঁচ ভেঙে পাউরুটি বের করে কেটে পরিবেশন করতে হবে।