TRENDING:

Duplicate RC: হারিয়ে গিয়েছে গাড়ির RC? চিন্তা নেই, এভাবে তৈরি করা যাবে গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট

Last Updated:

Apply for Duplicate RC: এক নজরে দেখে নেওয়া যাক গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিরে পাওয়ার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানো অপরাধ। এর জন্য গাড়ি চালানোর সময় গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বায়ুদূষণ সার্টিফিকেট, বিমা ও হাইব্রিড লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ কাগজ সঙ্গে রাখা জরুরি (Duplicate RC)। কিন্তু যদি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে তা ফিরে পাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি উপায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিরে পাওয়ার উপায় (Apply for Duplicate RC)।
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন-বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে রোম্যান্স করার সময় এ কী কাণ্ড, মহিলাকে যেতে হল হাসপাতালে!

অফলাইন উপায়

গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যেতে পারে অফলাইন উপায়ের মাধ্যমে। এর জন্য প্রথমেই থানায় এফআইআর করাতে হবে। এফআইআর করানোর জন্য জমা করতে হবে গাড়ির মালিকের নাম, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এই সকল তথ্য পাওয়ার জন্য যেতে হবে আরটিও অফিস, যেখানে সবার প্রথমে গাড়ির রেজিস্ট্রেশন করা হয়েছিল। সেখানেই ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর্ম ফিল আপ করতে হবে। একই সঙ্গে ফর্ম ২৬-ও জমা করতে হবে। আরটিও অফিসে সমস্ত কিছু জমা করে নিয়ে নিতে হবে তার রসিদ।

advertisement

অনলাইন উপায়

গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যেতে পারে অনলাইন উপায়ের মাধ্যমেও। এর জন্য প্রথমেই ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট। সেখানে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্মের সঙ্গে সঙ্গেই সাবমিট করতে হবে এফআইআর এবং সেই গাড়ির বিমার কাগজপত্র। এর পরে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য জমা করতে হবে টাকা। এর পর সেই পেমেন্ট জমা হয়ে গেলে একটি রসিদ পাওয়া যাবে। সেই রসিদ যত্ন করে রেখে দিতে হবে। এর পর সেই রসিদ এবং অন্যান্য ডকুমেন্ট আরটিও অফিসে গিয়ে জমা করতে হবে।

advertisement

আরও পড়ুন-ব্রেক আপের বদলা এ ভাবে ! প্রাক্তন প্রেমিকার সঙ্গে এমন কাণ্ডটাই করলেন যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনলাইন এবং অফলাইন দুই উপায়ে গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন। সেগুলো হল- গাড়ি চুরির এফআইআরের অরিজিনাল কপি, ২৬ নম্বর ফর্ম, পিইউসি কপি, গাড়ির ইনস্যুরেন্স সার্টিফিকেটের কপি, গাড়ির মালিকের ঠিকানা, ট্রাফিক পুলিশের চালানের ক্লিয়ারেন্স, প্যান কার্ড অথবা ফর্ম ৬০, ফর্ম ৬১ এর ভেরিফায়েড কপি, চেসিস এবং ইঞ্জিনের পেন্সিল প্রিন্ট, গাড়ির মালিকের সিগনেচার। গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন এবং অফলাইন দুই উপায়ে আবেদন করার সময় এই সকল ডকুমেন্ট জমা করতে হবে। এই সকল ডকুমেন্টের সঙ্গেই জমা করতে হবে একটি এফিডেভিট। যেখানে বলতে হবে যে নিজেদের গাড়ির আরসি হারিয়ে গিয়েছে এবং সেটি দ্বিতীয়বার তোলা হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Duplicate RC: হারিয়ে গিয়েছে গাড়ির RC? চিন্তা নেই, এভাবে তৈরি করা যাবে গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল