কোন আয়ুর্বেদিক প্রতিকার চোখের দৃষ্টি বাড়ায় তা জানতে আমরা আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ ডা. দীপক বৈদ্যের সঙ্গে কথা বলেছি। প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে, প্রথমে আমাদের জানতে হবে যে কোন কারণে রোগীর দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। বর্তমান যুগে মানুষ সারাক্ষণ মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদি ব্যবহার করেন, এতে সাধারণ ভাবে মানুষের গড় দৃষ্টিশক্তি কমে যায়। তাই প্রথমেই এই সব দ্রব্যের ব্যবহার কমাতে হবে।
advertisement
চোখের চাপ কমানোর উপায়
৫০ গ্রাম কালো গোলমরিচ, ৫০ গ্রাম মিছরি ভাল করে পিষে এবং তাতে ২৫০ গ্রাম গাওয়া ঘি মিশিয়ে গরম করে এক চা চামচ করে সকাল এবং সন্ধ্যা দুধের সঙ্গে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায়।
হলুদের গুঁড়ো লেবুর রসে ভিজিয়ে রাখতে হবে এবং তা শুকিয়ে গেলে এতে লেবুর রস মেশাতে হবে ৩০ দিন পর্যন্ত। ৩০ দিন পর, হলুদের সেই মিশ্রণ শুকিয়ে নিয়ে এর থেকে মিহি গুঁড়ো তৈরি করতে হবে। দিনে দু’বার সেই পাউডার আমাদের চোখে লাগাতে হবে। এতে শুধু যে দৃষ্টিশক্তিই ভাল হয় তা নয়, চোখের অন্যান্য রোগ থেকেও উপশম পাওয়া যায়।
আরও পড়ুন: দিনে কতবার ব্রাশ করা উচিত? চিকিৎসকের উপদেশ মেনে চলুন, ক্ষয়ের পরও ভাল থাকবে দাঁত
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ না ধুয়ে মুখের লালা চোখে লাগালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
দৃষ্টিশক্তি বাড়ানোর আরও নানা পদ্ধতি জানতে রোগীরা আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীপক বৈদ্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডা. দীপক বৈদ্য হরিদ্বারের কনখলের আদর্শ আয়ুর্বেদিক ফার্মেসিতে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে প্রতিদিন এভাবেই অজস্র লোকেদের চিকিৎসা করছেন।