TRENDING:

Home remedies to get rid from wart : আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই

Last Updated:

Home remedies to get rid from wart: আঁচিল অনেকের কাছেই বেশ লজ্জাজনক৷ ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আঁচিল আমাদের অনেকের কাছেই সমস্যাজনক৷ হাত, ঘাড়, মুখ, পা, গলা-সহ বিভিন্ন অংশে আঁচিল দেখা দিতে পারে৷ সৌন্দর্যহানির পাশাপাশি আঁচিল অনেকের কাছেই বেশ লজ্জাজনক৷ ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)৷
ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)
ঘরোয়া বেশ কিছু উপায়ে আঁচিল থেকে মুক্তি পাওয়া যায় (Home remedies to get rid from wart)
advertisement

অ্যাপল ভিনিগার

আঁচিল সমস্যার শিকড় থেকে মুক্তি দেয় অ্যাপল ভিনিগার৷ সারা দিনে অন্তত ৩ বার তুলোয় করে অ্যাপল ভিনিগার লাগান আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলের রং পরিবর্তন হবে৷ সেটির চার পাশের ত্বক শুকিয়ে আসবে৷

আরও পড়ুন : ঘরোয়া উপকরণে সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ভেষজ লিপবাম

advertisement

রসুন কোয়া

খোসা ছাড়িয়ে রসুনের কোয়া কয়েক টুকরো করে নিন৷ তার পর আঁচিলের উপরে সেটি ঘষে লাগান৷ নয়তো ব্যবহার করতে পারেন রসুনের পেস্টও৷ দিনকয়েকের মধ্যে আঁচিল খসে পড়বে৷

লেবুর রস

তুলোয় করে লেবুর রস লাগিয়ে দিন আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলটি পড়ে যাবে৷

আরও পড়ুন : নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া

advertisement

আলুর খোসা

আঁচিল কমাতে আলুর খোসার রসও উপকারী৷ আলু থেঁতো করে সেটিও আঁচিলের উপর লাগিয়ে রাখতে পারেন৷

বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ সেটি নিয়মিত আঁচিলের উপর দিন৷ কিছু দিনের মধ্যেই আঁচিল সংলগ্ন ত্বকে পরিবর্তন চোখে পড়বে৷

আরও পড়ুন : দোরগোড়ায় শীত, হাত ও পায়ের পাতা উষ্ণ রাখতে কিছু সহজ নিয়ম

advertisement

আনারস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আনারসের রস নিয়মিত আঁচিলের উপর লাগালেও অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home remedies to get rid from wart : আঁচিলের সমস্যায় বিব্রত? সহজ মুক্তি সম্ভব ঘরোয়া এই উপকরণেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল