অ্যাপল ভিনিগার
আঁচিল সমস্যার শিকড় থেকে মুক্তি দেয় অ্যাপল ভিনিগার৷ সারা দিনে অন্তত ৩ বার তুলোয় করে অ্যাপল ভিনিগার লাগান আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলের রং পরিবর্তন হবে৷ সেটির চার পাশের ত্বক শুকিয়ে আসবে৷
আরও পড়ুন : ঘরোয়া উপকরণে সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ভেষজ লিপবাম
advertisement
রসুন কোয়া
খোসা ছাড়িয়ে রসুনের কোয়া কয়েক টুকরো করে নিন৷ তার পর আঁচিলের উপরে সেটি ঘষে লাগান৷ নয়তো ব্যবহার করতে পারেন রসুনের পেস্টও৷ দিনকয়েকের মধ্যে আঁচিল খসে পড়বে৷
লেবুর রস
তুলোয় করে লেবুর রস লাগিয়ে দিন আঁচিলে৷ কিছু দিনের মধ্যে আঁচিলটি পড়ে যাবে৷
আরও পড়ুন : নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া
আলুর খোসা
আঁচিল কমাতে আলুর খোসার রসও উপকারী৷ আলু থেঁতো করে সেটিও আঁচিলের উপর লাগিয়ে রাখতে পারেন৷
বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ সেটি নিয়মিত আঁচিলের উপর দিন৷ কিছু দিনের মধ্যেই আঁচিল সংলগ্ন ত্বকে পরিবর্তন চোখে পড়বে৷
আরও পড়ুন : দোরগোড়ায় শীত, হাত ও পায়ের পাতা উষ্ণ রাখতে কিছু সহজ নিয়ম
আনারস
আনারসের রস নিয়মিত আঁচিলের উপর লাগালেও অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে৷