আরও পড়ুনঃ শীতে কোথাও বুকিং পাচ্ছেন না? ঘুরে আসুন এই জায়গায়! প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে, খরচও সাধ্যের মধ্যে
শীতের মরশুমে দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন বহু পর্যটক। পূর্বস্থলীর চুপি পাখিরালয়ের নাম সকলেই শুনেছেন। এই চুপি পাখিরালয় থেকেই যাওয়া যায় বাংলার আমাজন নামক জায়গায়। চুপি ছাড়িগঙ্গায় নৌকা ভাড়া করে মাঝিদের বললেই তারা নিয়ে যাবে বাংলার আমাজনে। তবে যাওয়ার আগে অবশ্যই সঙ্গে নিতে হবে পর্যাপ্ত জল এবং সঙ্গে কিছু খাবার। কারণ নৌকায় চেপে আমাজন যেতে এবং ফিরে আসতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা। নৌকা মাঝি সংকর পারুই বলেন, “এই জায়গায় যাঁরা আসবেন একমাত্র তারাই বুঝতে পারবেন কত সুন্দর। মাঝে মধ্যে বিদেশীরাও আসেন এখানে ঘুরতে। পাখি দেখার সঙ্গে এই জায়গায় যাওয়ার মজাই আলাদা।”
advertisement
পর্যটকদের কথায় বাংলার আমাজন নামক এই জায়গা সত্যিই বেশ ভাল। পর্যটক যারা আসবেন তাঁদের কাছে এই জায়গায় যাওয়া মনে হবে একটা ছোট খাটো এডভেঞ্চার। এছাড়াও চুপিতে দেখা মেলে একাধিক পরিযায়ী পাখির। পরিযায়ী পাখি দেখতে দেখতে আমাজন যেতে মন্দ লাগবে না। তবে সরু জলপথে নৌকায় চেপে আমাজন যাওয়ার মুহূর্ত একেবারে রোমাঞ্চকর। তাই এই শীতের মরশুমে যারা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তারা একবার হলেও ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের বাংলার আমাজন থেকে।





