TRENDING:

Long Covid: লং কোভিডের জেরে ফুসফুসে গোপন ক্ষতি ধরা পড়ল স্ক্যানে, আশাবাদী গবেষকরা

Last Updated:

রুটিন স্ক্যানে যে সমস্যাগুলি ধরা পড়ে না, তার জন্যই নোভেল জেনন গ্যাসের প্রয়োগ (Novel Xenon Scan)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : লং কোভিডের পর কারও কারও ক্ষেত্রে ফুসফুসের জন্য গোপন বিপদ ডেকে আনতে পারে৷ সমীক্ষা ও গবেষণার পর এই দাবি ইংল্যান্ডে৷ লং কোভিডে (Long Covid) ফুসফুসের সেই সমস্যা (Hidden Lung Damage) চিহ্নিত করার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেছেন নোভেল জেনন গ্যাস৷ রুটিন স্ক্যানে যে সমস্যাগুলি ধরা পড়ে না, তার জন্যই নোভেল জেনন গ্যাসের প্রয়োগ (Novel Xenon Scan)৷ এগারো জন এমন রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে, যাঁদের প্রথম বার কোভিড হওয়ার পর হাসপাতালে যেতে হয়নি ঠিকই৷ কিন্তু দীর্ঘ দিন অবধি শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হয়েছে৷ এ বিষয়ে আরও বিশদ গবেষণা এবং ফলাফল নিশ্চিত করা এখনও সময়ের অপেক্ষা৷
advertisement

গবেষকরা বলেন, লং কোভিডে শ্বাসকষ্টজনিত সমস্যা এত সাধারণ কেন, সে বিষয়ে কিছু আলোকপাত করা গিয়েছে৷ যদিও তাঁরা এ বিষয়ে একমত যে শ্বাসকষ্টজনিত সমস্যা বেশিরভাগ সময়েই জটিল এবং অনেক রকমের হয়ে থাকে৷ লং কোভিডের একাধিক উপসর্গ রয়েছে৷ করোনাভাইরাস সংক্রমণের অনেক দিন পরও সেই উপসর্গ রয়ে যায়৷

আরও পড়ুন : ছেলেরাও কাঁদতে পারে, আবেগপ্রবণ হয়, তাঁদেরও মানসিক সাহায্য প্রয়োজন

advertisement

অক্সফোর্ড, শেফিল্ড এবং ম্যাঞ্চেস্টারের গবেষক দল জেনন গ্যাস স্ক্যান এবং অন্য লাং ফাংশন টেস্টকে তিন ধরনের রোগীর উপর পরীক্ষা করেছেন৷ সেই পরীক্ষার আওতায় ছিলেন লং কোভিডের উপসর্গ-সহ এমন রোগীরা, যাঁদের সংক্রমণের পর হাসপাতালে যাওয়ার দরকার পড়েনি৷ পরীক্ষিত ১২ জনকে কোভিডের উপসর্গ-সহ হাসপাতালে পাঠানো হয়েছিল৷ কিন্তু তাঁদের মধ্যে লং কোভিডের লক্ষণ ছিল না৷ পাশাপাশি ছিলেন ১৩ জন সুস্থ মানুষও৷

advertisement

আরও পড়ুন : ওমিক্রন ছেড়ে গেলেও রয়ে গিয়েছে শুকনো কাশি ও সর্দি? রইল কিছু ঘরোয়া টোটকা

নোভেল জেনন পদ্ধতিতে প্রত্যেককে এমআরআই স্ক্যানের সময় জেনন গ্যাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করেছেন৷ অনেক ক্ষেত্রে অক্সিজেনের মতোই আচরণ করে জেনন৷ কিন্তু স্ক্যানের সময় বিজ্ঞানীরা চিহ্নিত করতে পেরেছেন জেনন গ্যাসের গতিবিধি৷

আরও পড়ুন : সুস্থ থাকার জন্য এই খাবারগুলি খেতেই হবে মহিলাদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মূল গবেষক এবং ফুসফুস বিশেষজ্ঞ ডক্টর এমিলি ফ্রেজার বলেছেন যে কোভিড রোগীদের মধ্যে শ্বাসকষ্টজিত সমস্যার উৎস জানতে না পারা তাঁদের কাছে বেশ হতাশাজনক৷ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এক্সরে বা সিটি স্ক্যানে কোনও অসুবিধের ছবি ধরা পড়েনি৷ এমিলির কথায়, ‘‘এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এবং আমরা সত্যি আশা করছি যে এই গবেষণা এই বিষয়ের উপর আরও বেশি আলোকপাত করতে পারবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Long Covid: লং কোভিডের জেরে ফুসফুসে গোপন ক্ষতি ধরা পড়ল স্ক্যানে, আশাবাদী গবেষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল