TRENDING:

Mushroom Tea: দুধ-চিনি দিয়ে মালাই দেওয়া নয়, খালি পেটে এক কাপ মাশরুম চা খেলে ফল পাবেন হাতেনাতে!

Last Updated:

এই চায়ের মূল উপাদান মাশরুম। হাই প্রোটিনযুক্ত। হজম হয় তাড়াতাড়ি। প্রোটিন ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজপদার্থ। (Mushroom Tea)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’। কবীর সুমনের এই গানে গলা মেলায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। আর চা ভালোবাসেনা এমন বাঙালি খোঁজাও খড়ের গাদায় সূচ খোঁজার মতোই দুঃসাধ্য। চা আর বাঙালি যেন সমার্থক। তার হৃদয় সবসময়ই বলছে, চা-ই চাই গো (Mushroom Tea)!
Mushroom Tea
Mushroom Tea
advertisement

কিন্তু করোনা যেন সব ওলটপালট করে দিয়েছে। না, তাই বলে বাঙালির চা পানের অভ্যাসে থাবা বসাতে পারেনি। তবে বাঙালি এখন খুঁজছে ঘরোয়া পুষ্টিকর চা। যাতে মন থাকবে ফুরফুরে, শরীর থাকবে তরতাজা। আর এ জন্য দুধ, চিনি দিয়ে মালাই মারকে নয়, বরং চাই চাগা চা (Mushroom Tea)। যা মাশরুম চা নামেও পরিচিত (Mushroom Tea)। শুধু মন মেজাজ ফুরফুরে করবে তাই নয়, স্বাস্থ্যও ভালো রাখবে।

advertisement

আরও পড়ুন: করোনাকালে ঘরেই থাকা, অন্দরসজ্জায় নতুন লুক দেবেন? জেনে নিন বিশেষজ্ঞদের মত

মাশরুম চা-ই কেন?

এই চায়ের মূল উপাদান মাশরুম। হাই প্রোটিনযুক্ত। হজম হয় তাড়াতাড়ি। প্রোটিন ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজপদার্থ। বিশেষ করে মধুমেহ, রক্তাল্পতা, ওবেসিটিতে যাঁরা ভুগছেন, তাঁদের জন্য উপকারী। স্মৃতিশক্তি বাড়াতে, ত্বক সজীব রাখতে, হাড় শক্ত রাখতেও এর জুড়ি মেলা ভার। তবে এর জনপ্রিয়তার আসল কারণ হল, উচ্চ অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। যা কোষের পুনর্জন্মে সাহায্য করে। তাই মালাই মারকে নয়, কাল থেকে সকালে নিতে হবে মাশরুম চা।

advertisement

অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য

মাশরুম চা অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যে ভরপুর। প্রাণীদের উপর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চাগা মাশরুমের নির্যাস হেপাটাইটিস সি ভাইরাসের উপর দারুন কার্যকর। মাত্র ১০ মিনিটে ভাইরাসের সংক্রমণের মাত্রা ১০০ গুণ কমিয়ে দেয়। যাই হোক, অ্যান্টিভাইরাল থেরাপিতে এই মাশরুমগুলির প্রভাব নিয়ে এখনও প্রচুর গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: টম্যাটো কেচাপ খেতে খুব ভালোবাসেন? বিপদ ডেকে আনছেন নিজেই!

advertisement

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আজ থেকে নয়, বহুদিন ধরেই মাশরুম চায়ের জনপ্রিয়তা রয়েছে। মূলত হালকা মিষ্টি গন্ধের জন্যই অনেকে এই চা খুব পছন্দ করেন। তবে গবেষণা থেকে জানা গিয়েছে, চাগা মাশরুমের নির্যাস প্লীহা লিম্ফোসাইটকে উদ্দীপিত করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বেটাগ্লুকান, প্রোটিন ও ভিটামিন। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

advertisement

টিউমার কমায়

মাশরুম চা নিয়মিত এবং পরিমিত সেবন টিউমার এবং ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়। ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজি দ্বারা প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে মাশরুম চা লিভারে ক্যানসার কোষের বৃদ্ধি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসার প্রতিরোধেও মাশরুম চা ভালো কাজ দেয়।

উচ্চ রক্তচাপ কমায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এতে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে। এবং এতে উচ্চমাত্রার আঁশ এবং প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং মিনারেলে ভর্তি মাশরুম ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। মাশরুমে এনজাইম ও প্রাকৃতিক ইনসুলিন থাকে যা চিনিকে ভাঙতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mushroom Tea: দুধ-চিনি দিয়ে মালাই দেওয়া নয়, খালি পেটে এক কাপ মাশরুম চা খেলে ফল পাবেন হাতেনাতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল