Trendy Interior Design: করোনাকালে ঘরেই থাকা, অন্দরসজ্জায় নতুন লুক দেবেন? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Last Updated:

সম্পূর্ণ নতুন নয়। বরং পুরনো জিনিসকে কী ভাবে নতুন আঙ্গিক দেওয়া যায়, তাই দেখা গেছে বছরভর। (Trendy Interior Design)

Trendy Interior Design
Trendy Interior Design
#কলকাতা: বিপদে পৃথিবীর স্বাস্থ্য। অস্তিত্বের সঙ্কটে প্রাণী জগত। স্বাভাবিকভাবেই মন খারাপ সকলের। লকডাউনই যেন অভ্যাস হয়ে গিয়েছে। বাড়িতেই কাটছে বেশিরভাগ সময়। বাইরে বেরলেও থাকছে বিধিনিষেধের ঘেরাটোপ। এই সময়টায় মন ভালো করতে অনেকেই বাড়ির অন্দরসজ্জায় আনতে চেয়েছেন নতুন লুক (Trendy Interior Design)। অভিনবত্বও দেখা গেছে সে সবে।
সম্পূর্ণ নতুন নয়। বরং পুরনো জিনিসকে কী ভাবে নতুন আঙ্গিক দেওয়া যায়, তাই দেখা গেছে বছরভর ( (Trendy Interior Design))। নতুন বছরের অন্দরসজ্জাতেও সেই ট্রেন্ড বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেওয়ালে মন শান্ত করা রঙ, বাড়ি জুড়ে গাছগাছালি, ওয়াল পেন্টিংয়েই বাড়ি সাজিয়ে তোলার যাবতীয় আয়োজন ( (Trendy Interior Design))। সঙ্গে আসবাবে থাকবে স্লিম ফিটের জয়জয়কার।
advertisement
দেওয়ালে কালার থেরাপি
advertisement
বাড়ির দেওয়ালই গৃহকর্তার মনের আয়না। বিশেষ করে অতিমারী আবহে সকলেই মনের স্বাস্থ্যের দিকে নজর দিছেন। তাই জনপ্রিয় হয়েছে দেওয়ালে কালার থেরাপি। যাতে চোখের আরাম হবে, মন থাকবে শান্ত, বাড়ি সাজানোও হবে সহজ। এ ক্ষেত্রে অধিকাংশেরই পছন্দ কমলা এবং নীল রঙ। তাছাড়া, ক্রিম, ঘিয়ের মতো হালকা রঙও আছে।
advertisement
তবে দেওয়াল রঙ করার হ্যাপা পোহাতে চান না অনেকেই।তাঁরা ঘর মুড়ে ফেলছেন ওয়ালপেপারে। বছরের পর বছর রঙ করার দরকার নেই। ধুলোবালির ঝামেলা থাকল না। শুধু লাগিয়ে নিলেই হল। তাছাড়া ওয়ালপেপারের ছবি বা প্যাটার্নে ঘরে অন্যরকম অনুভূতিও আসে।
advertisement
ঘর জুড়ে সবুজের মেলা
একটা সময়ে বাগান তৈরির প্রাথমিক শর্তই ছিল জায়গা। এমনকী বাগান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ গাছগাছালি ভরা অনেকটা পরিসরের কথা। কিন্তু দিনকাল বদলেছে। তাই ফ্ল্যাটের চৌখুপিতেও ঠিক জায়গা করে নিচ্ছে সবুজের ঢল। ফ্ল্যাটের সামান্য করিডোর হোক কিংবা একচিলতে বারান্দা, বাড়িতেই বাগান এখন নয়া ট্রেন্ড।
advertisement
ইদানীং কাঠের টুকরো, প্লাস্টিক ব্যাগ থেকে আইসক্রিম খাওয়ার চামচ, সিডি, ফোম, নারকেলের খোল, পাটের মতো রিসাইকেল করা যায় এমন পরিবেশবান্ধব জিনিস দিয়েই ঘর সাজানোর চল। এসবের ব্যবহারে গৃহকর্তাও হয়ে ওঠেন সৃজনশীল।
ঘরে ঢুকুক প্রচুর আলো
ঘরে ঢুকুক প্রচুর আলো। খেলা করুক প্রাকৃতিক হাওয়া। তাই ইদানীং ঘর বাড়ির জানলা-দরজা হচ্ছে বড় বড়। এটাই এখন ট্রেন্ড। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে এটা শুধু ডেকোরেশন নয়, মন ও শরীরের শান্তিও।
advertisement
রান্নাঘর ও বাথরুম
রান্নাঘরেও কিছু রঙ থাকুক। বেসিন থেকে কাপ-প্লেট হয়ে উঠুক রঙিন। একইভাবে বাথরুমের ফ্লোর থেকে দেওয়াল সেজে উঠুক রঙিন টাইলসে। রুচিসম্মত ম্যাট বাড়াক বাথরুমের কৌলীন্য।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Trendy Interior Design: করোনাকালে ঘরেই থাকা, অন্দরসজ্জায় নতুন লুক দেবেন? জেনে নিন বিশেষজ্ঞদের মত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement