স্তনের স্বাস্থ্য নিয়ে সজাগ থাকাটা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। তার আকার-আকৃতি যেমনই হোক, সুস্থ ও স্বাস্থ্যকর থাকাটা আগে দেখা দরকার (Breast Health)। কারণ, প্রতি বছরই দেশে মহিলাদের স্তনের ক্যান্সারের ঝুঁকি বেড়েই চলেছে। ফলে বছরের যে কোনও একটি মাসে শুধু নয়, সারা বছর ধরেই স্তনের স্বাস্থ্য (Breast Health) নিয়ে সতর্ক থাকুন। ডায়েটে কিছু খাবার থাকলে, উপকার পারবেন (Breast Health)। বিশেষজ্ঞদের সেই টিপস রইল গ্যালারির পাতায়।