নেহাকে শেষবার ১ এবং ২ ডিসেম্বর ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। নেহা জানিয়েছেন, “আমি শুধু জানতে চাই আমার এমন কী সমস্যা হয়েছে এবং আমার আবার তিন মাস পরে হার্টে নতুন ব্লকেজ তৈরি হবে কি না।” তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ট্রেনে করে জয়পুর থেকে বোরিভালি ফেরার সময় প্রথম হার্ট অ্যাটাকের শিকার হন এবং রেল কর্তৃপক্ষ তাঁকে আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: শরীরে এই লক্ষণ দেখলে আপনাকে মদ খাওয়া ছাড়তেই হবে, সাবধান করছেন বিশেষজ্ঞরা
বর্তমানে তিনি মলন্দের ফোর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানিয়েছেন, “আমরা এনজিওপ্লাস্টির জন্য মুম্বই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” ওই মহিলা বলেছিলেন যে আগে তাঁর ওজন ছিল ১০৭ কেজি। ডায়াবেটিস, হাই কোলেস্টেরল এবং স্থূলতার কারণে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু এখন তাঁর ওজন দ্রুত কমতে শুরু করেছে এবং কোলেস্টেরল কমাতে তাঁকে ইনজেকশন নিতে হয়েছে।
আরও পড়ুন: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় ‘ক্রাশ’ এখন তৃপ্তি দিমরি! চেনেন?
তিনি চেয়েছিলেন সুগার নিয়ন্ত্রণ করতে কিন্তু এখন ঘন ঘন হার্ট অ্যাটাকের কারণে চিন্তিত রয়েছেন। চিকিৎসকরা বলছেন, এনজিওপ্লাস্টি হলেও ব্লকেজের সমস্যা দেখা দিচ্ছে। তবে এতবার হৃদরোগে আক্রান্ত হয়েও বেঁচে যাওয়ায় ওই মহিলাকে অনেকেই ভাগ্যবান বলে মনে করছেন।
ওই মহিলা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি, মে, জুলাই এবং তারপর নভেম্বর মাসে তিনি পর পর হৃদরোগে আক্রান্ত হন। তিনি জানান, অস্থিরতা, অম্বল এবং প্রচণ্ড ব্যথার উপসর্গ দেখে তিনি ভীত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান। তিনি তাঁর স্থূলতার জন্যও সমস্যায় পড়েছেন, সম্ভবত এই কারণে তাঁর ঘন ঘন হার্ট অ্যাটাক হচ্ছে। তিনি বলেন, সময়মতো পথ্য, ওষুধ-সহ সব সতর্কতা অবলম্বন করলেও হার্ট অ্যাটাক থেকে তিনি কিছুতেই রেহাই পাচ্ছেন না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F