স্বমেহন বা মাস্টরবেশনের ফলে অন্ধত্ব
কোনও এক সময়ে বিশ্বাস করা হত স্বমেহন বা মাস্টরবেশনের ফলে অন্ধত্ব হয়৷ এর পিছনে কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি৷ বরং সমীক্ষায় দেখা গিয়েছে নিয়মিত স্বমেহন যাঁরা করেন, তাঁরা এর জন্য অসুস্থ হননি৷
advertisement
আসক্তির কারণ
সাধারণত সপ্তাহে ৩ থেকে ৪ বার স্বমেহন করা যায়৷ সমীক্ষায় দেখা গিয়েছে অনেকে রোজই স্বমেহন করেন৷ অনেকে মনে করেন এর ফলে আসক্তির শিকার হন৷ সাধারণত এই আসক্তি হয় না৷ কিন্তু যদি কাজে ক্ষতি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
পুরুষাঙ্গের শিথিলতা
ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গের শিথিলতা, শীঘ্রপতনের মতো সমস্যার জন্য অনেকেই দায়ী করেন স্বমেহনের অভ্যাসকে৷ একাধিক কারণে এই সমস্যা হতে পারে৷ তবে স্বমেহন এর জন্য দায়ী নয়৷ বরং স্বমেহনে নিজের স্পর্শে আপনি নিজেই সুখ পেতে পারেন৷
আরও পড়ুন : আপেল খেলে কি ব্লাড সুগার, ওজন চড়চড়িয়ে বাড়ে? জানুন কারা ভুলেও দাঁতে কাটবেন না এই ‘উপকারী ফল’
বন্ধ্যাত্বের কারণ স্বমেহন
স্বমেহনের সঙ্গে বন্ধ্যাত্বের কোনও সম্পর্ক নেই৷ অনেকেই মনে করেন স্বমেহনের ফলে ইনফার্টিলিটি দেখা দেয়৷ কিন্তু এর পিছনে কোনও প্রামাণ্য তথ্য নেই৷
শুধু নিভৃতেই স্বমেহন
সাধারণত একা থাকলেই নিভৃতে স্বমেহন করা হয়৷ তবে সব সময় এই ধারণা ঠিক নয়৷ সঙ্গমের আগেও সঙ্গীর সঙ্গে বিশেষ সময়ে স্বমেহনে লিপ্ত হওয়া যায়৷
মাস্টারবেশন আমাদের সমাজে সব সময়েই ‘ট্যাবু’৷ একে ঘিরে রয়েছে বহু ভুল ধারণা৷ একে ঘিরে খোলাখুলি আলোচনা সব সময়েই ধামাচাপা দিয়ে দেওয়া হয়৷ তবে মনে রাখবেন কোনও কিছুই অতিরিক্ত ঠিক নয়। তাই স্বমেহনের মতো প্রক্রিয়ারও নিয়ন্ত্রণ প্রয়োজন। যেন কোনওমতেই আসক্তি তৈরি না হয় এই অভ্যাস ঘিরে, খেয়াল রাখতে হবে সেদিকেও।