১)সিলভার সালফাডাইজিন ক্রিম (silver sulfadiazine cream ) :- কোথাও পুড়ে গেলে সেই জায়গায় দশ মিনিট অনবরত জল ঢালার পরে এই ক্রিম লাগানো যেতে পারে । এই ক্রিমটি ব্যবহার করলে অনেকটা আরাম পাওয়া যাবে ।
২)প্রভিডিন ওয়েন্টমেন্ট ( providine ointment ) :- এটি একটি অ্যান্টিসেপটিক মলম । কোথাও কেটে গেলে ঘা শুকতে এটা ভাল কাজ করে ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
৩) ট্যাবলেট ড্রোটাভেরিন ৪০ এমজি ( Tab drotaverine 40 mg ) :- এই ওষুধটি পেটে কোথাও ব্যথা হলে অথবা যেসব মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হয় তারা এই ওষুধ খেতে পারে ।
৪) প্যারাসিটামল ৬৫০ এমজি ( paracetamol 650 mg ) :- গায়ে হালকা ব্যথা অথবা জ্বর হলে এই ওষুধটি খেতে পারেন।
৫)অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট ( antihistamine tablet ) :- যদি গায়ে হঠাৎ করে এলার্জি ওঠে এবং প্রচন্ড চুলকানি হয় এবং যদি হালকা ঠান্ডা লাগে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাওয়া যেতে পারে ।
৬)ওআরএস ( ors ) :- যদি কারও পেট খারাপ হয় তাহলে মলের সঙ্গে অনেক মিনারেলস শরীর থেকে বেরিয়ে যায় , তাই মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য জলের সঙ্গে ওআরএস গুলে বারে বারে খাওয়া যেতে পারে ।
আরও পড়ুন: ঠিক যেন কাশ্মীরের ডাল লেক! শিকারা রাইডও করা যাবে! খড়গপুরে নতুন পিকনিক স্পট
৭) ট্যাবলেট ওমেলরাজোল ( tab omeprazole ) :- কারও যদি বুকে জ্বালাপোড়া করে , গ্যাস ,অম্বল হয় তাহলে এই ওষুধটি খাওয়া পারে ।
৮) ট্যাবলেট অ্যাসপিরিন ( tab aspirin ) :- যারা হার্টের রোগী রয়েছেন তারা বাড়িতে এই জাতীয় ওষুধ রাখতে পারেন। হঠাৎ যদি লক্ষ্য করেন মাঝরাতে আপনাদের বুকে চাপ ধরা যন্ত্রণা করছে। এবং ব্যথাটা অনেকক্ষণ ধরে হচ্ছে, এবং ব্যথাটা আস্তে আস্তে আপনাদের পিঠের দিক হয়ে মুখের চোয়ালের দিকে চলে আসছে । এরকম অবস্থায় 300 এমজি অ্যাসপিরিন ট্যাবলেট ওই পেশেন্টকে খাওয়ানো যেতে পারে । প্রতিটি ক্ষেত্রে ব্যবহারের আগে বিশেষজ্ঞের মতামত জরুরি।
বনোয়ারীলাল চৌধুরী