Picnic Spot: ঠিক যেন কাশ্মীরের ডাল লেক! শিকারা রাইডও করা যাবে! খড়গপুরে নতুন পিকনিক স্পট

Last Updated:

Picnic Spot: ডাল লেকের আদলে শিকারা রাইড। নদীর পাশে দারুণ থাকার জায়গা! খরচ খুব কম! জানুন কোথায়, কীভাবে যাবেন, কোথায় থাকবেন!

+
নদীতে

নদীতে সিকারা রাইড

পশ্চিম মেদিনীপুর: কাশ্মীরের ডাল লেকের শিকারা রাইড উপভোগ করতে চান? এবার আপনার জন্য সেই সুযোগ রেলনগরীতে। লেকের নয়, প্রবাহমান নদীতে উপভোগ করবেন ডাল লেকের সেই রাইডের অনুভূতি। সাজানো নৌকার উপর আমেজ করে বসে প্রায় ঘণ্টা খানেক উপভোগ করবেন নদীর সৌন্দর্য্য। পৌঁছে যেতে পারবেন নদীর মাঝে একটি ছোট্ট দ্বীপে। বিকেল হোক কিংবা সকাল এমন দুর্দান্ত আনন্দ উপভোগ করতে আপনাকে আসতেই হবে এখানে। ডাল লেকের সেই সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে খড়গপুর শহরে। কংসাবতী নদীকে ব্যবহার করে এমন সিকারা রাইড সর্বপ্রথম গোটা জেলায়। শুধু তাই নয় পাশেই একটি একটি গ্রাম্য পরিবেশকে সকলের সামনে তুলে ধরা হয়েছে, রয়েছে কটেজ কিংবা টেন্টে থাকার ব্যবস্থা। স্বাভাবিকভাবে শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে একটা দিনের জন্য ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে।
বেসরকারি উদ্যোগে সর্বপ্রথম এই জেলাতে কংসাবতী নদীতে ডাল লেকের আদলে শিকারা রাইড। প্রতিদিন এই রাইড এর মজা নিতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসছেন এখানে। কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক বেসরকারি এই ব্যবস্থাপনায় এমন আয়োজন। নদীর পাশেই সাজানো একটি বিশাল জায়গা। রয়েছে দশের বেশি কটেজ। ঢোকার মুখে পটচিত্রের আদলে বিভিন্ন ছবি। সম্পূর্ণ চাঁচ দিয়ে ঘেরা এমন সুন্দর এই কটেজ। শুধু তাই নয় অল্প মূল্যে একটা দিন থাকা যাবে টেন্টেও। এছাড়াও গ্রাম্য পরিবেশকে সকলের সামনে তুলে ধরা হয়েছে। রয়েছে পিকনিক করার ব্যবস্থা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার খাস তালুক ওয়ালিপুর এলাকায় রয়েছে এমন সুন্দর একটি জায়গা। যেখানে নেই শহরের কোনও যান্ত্রিক কোলাহল। পাশেই কংসাবতী নদীর স্নিগ্ধতা। গ্রাম্য পরিবেশকে সকলের সামনে তুলে ধরা হয়েছে এখানে। এছাড়াও সন্ধ্যা হলেই বিভিন্ন বাহারি আলোকে সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। রাতের সৌন্দর্য এবং গ্রাম্য পরিবেশের সেই অনুভূতি পাওয়া যাবে এখানে।
advertisement
স্বাভাবিকভাবে যারা শহর থেকে একটু দূরে কোথাও একদিন ঘুরে আসার প্ল্যান করেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এখানে, থাকতে পারবেন কটেজে, টেন্টে। স্বাভাবিকভাবে অন্তত একদিন এই শিকারা রাইডের মজা নিতে চলে আসুন এখানে। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে খড়গপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটোতে চেপে পৌঁছতে পারবেন এই জায়গায়।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Picnic Spot: ঠিক যেন কাশ্মীরের ডাল লেক! শিকারা রাইডও করা যাবে! খড়গপুরে নতুন পিকনিক স্পট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement