TRENDING:

Health Tips: মুখের ঘা কখনও অবহেলা করবেন না, সারবে সহজ ঘরোয়া উপায়ে!

Last Updated:

মুখের ঘা সারাতে বাজারে বেশ কিছু ওষুধ এবং মলম আছে। তবে ঘরোয়া উপাদান ব্যবহার করেই মাউথ আলসার নিরাময় সম্ভব। (Health Tips)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মুখে ঘা বা আলসার জীবন নরক করে তোলে। জিভে, গালে বা ঠোঁটের ভিতরে ছোট ছোট ফোস্কা হয়। এটাকেই মাউথ আলসার বলে। এমনটা হলে খাওয়াদাওয়া প্রায় মাথায় ওঠে। এমনকী জল খেতেও কষ্ট হয়। অনেক সময় কথা বলাও অসম্ভব হয়ে পড়ে। কেন এমনটা হয়?
Health Tips
Health Tips
advertisement

মাউথ আলসার বা মুখে ঘা হওয়ার নির্দিষ্ট কোনও কারণ নেই। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রেও কারণটা ভিন্ন ভিন্ন। তবে সাধারণত প্রয়োজনীয় ভিটামিনের অভাব, ডিহাইড্রেশন এবং কিছু খাবার থেকে এমনটা হয়। মুখের ঘা সারাতে বাজারে বেশ কিছু ওষুধ এবং মলম আছে। তবে ঘরোয়া উপাদান ব্যবহার করেই মাউথ আলসার নিরাময় সম্ভব।

আরও পড়ুন: কোভিড থেকে সেরে উঠেই 'ব্রেন ফগ' রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে! জানুন

advertisement

হলুদ গুঁড়ো: হলুদের ঔষধি গুণের তুলনা নেই। যে কোনও ক্ষতই অল্প সময়ে সারিয়ে দিতে পারে। তাছাড়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও রয়েছে হলুদ গুঁড়োর। তাই এটা মুখের ভিতরের আলসারকে নিরাময়ে সাহায্য করে।

হলুদ গুঁড়ো এবং সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেটা লাগাতে হবে ক্ষতস্থানে।

advertisement

অ্যাপেল সিডার ভিনিগার: এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট রয়েছে। যার ফলে দ্রুত ক্ষত সারায় এবং মুখের ভিতরের জীবাণুগুলির সঙ্গে লড়াই করতে পারে। এগুলোই মূলত মাউথ আলসারের জন্য দায়ী।

আরও পড়ুন: দ্বিতীয় স্বামী ঘরে ঢুকেই দেখলেন, ঝুলছে স্ত্রীর দেহ! ধূপগুড়িতে 'আসল' রহস্যের সন্ধানে পুলিশ

এক কাপ হালকা গরম জলে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে সেটা মুখে নিয়ে ভালো করে কুলকুচি করতে হবে। প্রতিদিন সকালে এবং রাতে করলে আলসার দ্রুত সেরে যাবে।

advertisement

নারকেল দুধ: নারকেল দুধ মুখের ঘাগুলোতে একটা শীতল এবং প্রশান্তিদায়ক প্রভাব ফেলে। ফলে ক্ষতস্থানে ঠান্ডা অনুভূতি এনে দেয়।

প্রতিদিন ২ থেকে ৩ বার নারকেল দুধে গার্গেল করতে হবে। এতে আলসারের প্রচণ্ড ব্যথা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। এছাড়া নারকেল দুধ নিয়ে ৫ মিনিট কুলকুচি করলেও ভালো ফল মিলবে।

নারকেল তেল: নারকেলের বেশ কিছু নিরাময় বৈশিষ্ট্য রয়েছে যা মুখের আলসার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আলসারকে প্রাকৃতিকভাবে দূর করে।

advertisement

রোজ রাতে ঘুমনোর আগে আলসারের ওপর নারকেল তেল লাগালে কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যায়। এটা ওষুধের দোকানের মলমের চেয়েও দ্রুত এবং ভালো কাজ করে।

মধু: মধুর ঔষধি এবং অ্যান্টিমাইক্রোবায়াল গুণাগুণ তাৎক্ষণিকভাবে ক্ষত সারাতে সাহায্য করে। আলসার নিরাম্যের সময়, মধু আশেপাশের জায়গাটিকেও রক্ষা করে এবং এলাকাটিকে সংক্রমিত হওয়া থেকে বাঁচায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আলসারের উপর বেশি করে মধু দিতে হবে। মিষ্টি স্বাদের কারণে এটা খেয়ে ফেলার সম্ভাবনা আছে। তবে চিন্তার কারণ নেই। প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর ক্ষতস্থানে মধু দিয়ে যেতে হবে। একদিনের মধ্যে হাতেনাতে ফল মিলবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: মুখের ঘা কখনও অবহেলা করবেন না, সারবে সহজ ঘরোয়া উপায়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল