Woman Dead Body: দ্বিতীয় স্বামী ঘরে ঢুকেই দেখলেন, ঝুলছে স্ত্রীর দেহ! ধূপগুড়িতে 'আসল' রহস্যের সন্ধানে পুলিশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শ্যামলী বর্তমানে দ্বিতীয় পক্ষের স্বামী পেশায় প্যান্ডেলের ব্যবসায়ী কৃষ্ণ রায়ের বাড়িতে থাকতেন। (Woman Dead Body)
#ধূপগুড়ি: মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। মৃতের নাম শ্যামলি রায়, বয়স আনুমানিক ৩৭ বছর। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামলি রায়ের দুই স্বামী। তবে শ্যামলী বর্তমানে দ্বিতীয় পক্ষের স্বামী পেশায় প্যান্ডেলের ব্যবসায়ী কৃষ্ণ রায়ের বাড়িতে থাকতেন। (Woman Dead Body)
আগের পক্ষের স্বামীর বাড়িতে শ্যামলির দুই সন্তান থাকে। স্থানীয় সূত্রে খবর, বুধবার প্যান্ডেলের কাজে বাইরে ছিলেন কৃষ্ণ। বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে। ঘটনায় দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: কোভিড থেকে সেরে উঠেই 'ব্রেন ফগ' রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে! জানুন
অন্যদিকে, দামোদর নদ থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাগনানের রামচন্দ্রপুরে। অভিযোগ, তাঁকে খুন করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসা করছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেখ হামিদুল আলি (৩২)। তাঁর বাড়ি খালোড় গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন হামিদুল। বুধবার বিকেলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মেটেলিতে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ, রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ! প্রেমের যোগ?
পরিবারের তরফে হামিদুলকে খুন করা হয়েছে বলে বাগনান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, হামিদুল মঙ্গলবার বারোটা নাগাদ বাড়িতে ভাত খাচ্ছিলেন। সেই সময় তাঁকে অভিযুক্ত শেখ মুন্না ফোন করে ডাকে। কিন্তু তাঁর ঘন্টাখানেক পর হামিদুল বাড়ি না আসায় পরিবারের লোকেরা ফোন করে। তখন তাঁরা হামিদুলের ফোন সুইচড অফ পায়। তারপর থেকে হামিদুলের আর কোন খোঁজ ছিল না। গতকাল সন্ধ্যার সময় দেহ উদ্ধার হয়।
advertisement
রকি চৌধূরি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2022 11:53 AM IST