TRENDING:

Health Benefits of Cardamom Water: ওজন কম করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এলাচ জলের এই গুণগুলো জানেন কি?

Last Updated:

Health Benefits of Cardamom Water: প্রতি দিন এলাচ জল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এলাচ জল একটি ঘরোয়া প্রতিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এলাচ একটি জনপ্রিয় মশলা যা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। এছাড়াও, এটি শরীরে দুর্গন্ধ দূরীকরণ-সহ বিভিন্ন উপকার করে। কিন্তু অনেকেই জানেন না যে এলাচের (Cardamom) জলও অত্যন্ত উপকারী। সাধারণত ভারতীয় রান্নায় এলাচ বলতেই বোঝায় রান্নায় বাড়তি স্বাদ ও সুগন্ধ। মিষ্টি তৈরিতেও এলাচ ব্যবহৃত হয়। কিন্তু এলাচ ভিজিয়ে রাখা জল পান করলে কী হয়, এই প্রশ্ন করলে হয় তো অনেকেই উত্তর দিতে পারবেন না। এখানে রইল এলাচ ভেজানো জল পানের উপকারিতা বিষয়ে কিছু কথা।
advertisement

এলাচের জল তৈরি করার উপায় এখানে দেওয়া হল:

এর জন্য প্রথমে একটি লিটার জলে ৫টি এলাচ খোসা ছাড়িয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে।

পরের দিন, হালকা গরম (ঘরের তাপমাত্রায়) সেই জল পান করতে হবে। তবে এই জল বেশি গরম না করাই ভাল। কারণ এতে এলাচের গুণ নষ্ট হয়ে যেতে পারে।

advertisement

দিনে দুই থেকে তিনবার এই জল পান করতে পারলে ভালো হয়।

এবার এক এক করে জেনে নেওয়া যাক এলাচ জলের উপকারিতা!

আরও পড়ুন- স্টেডিয়ামের গ্যালারি থেকে নিচে পড়ে গেল বিড়ালটি, ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন দর্শকরা ! দেখুন ভাইরাল ভিডিও

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে:

এলাচে রয়েছে বেশি মাত্রায় ফাইবার। এটি এলডিএল বা খারাপ কোলেস্টেরল ধারণ করতে সাহায্য করে, যা শরীরে অতিরিক্ত রক্ত জমাট বাঁধায়। এলডিএল ধারণ করে, এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে।

advertisement

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে:

প্রতি দিন এলাচ জল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এলাচ জল একটি ঘরোয়া প্রতিকার।

হজমশক্তি বাড়ায়:

এলাচের জল পান করলে শুধু পরিপাকতন্ত্র শক্তিশালী হয় না, পেটের ব্যথাও কমে যায়। তাছাড়া এই জল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

advertisement

আরও পড়ুন- সবুজের দেশে শ্রীলঙ্কার সুর! বাংলা কাঁপানো নাচে মানিকে মাগে হিথে, শ্রীতমার নতুন ভিডিও Bumper Viral...

ওজন নিয়ন্ত্রণ করে:

এলাচের জল শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কম করতে সাহায্য করে। এটি সম্ভব হয় কারণ এতে নানা প্রকারের পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট (Antioxidants) আছে। আর সেই কারণেই এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে শুধু শরীর-স্বাস্থ্য ভালো রাখার জন্য নয়, এই জল ত্বকের যত্নেও খুব কাজে দেয়। কারণ আগেই বলা হয়েছে এতে অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। যাঁদের ত্বক অ্যাকনেপ্রবণ, তাঁদের জন্য খুব কাজে দেয় এই জল। কারণ এই জল পান করলে শরীরের সমস্ত টক্সিন বা বিষ বেরিয়ে যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Cardamom Water: ওজন কম করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এলাচ জলের এই গুণগুলো জানেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল