Viral Video: স্টেডিয়ামের গ্যালারি থেকে নিচে পড়ে গেল বিড়ালটি, ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন দর্শকরা ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

American flag to catch falling cat: বিড়ালটি ঝুলে থাকতে দেখেই খেলা ভুলে সকলের মন পড়ে ছিল সেদিকেই ৷ কীভাবে বিড়ালটিকে বাঁচানো যায়, সবাই সেটাই ভাবছিলেন ৷

মায়ামি: বিড়ালের (Cat) নাকি ৯টা জীবন ৷ এমন কথাই প্রচলিত রয়েছে ৷ আমেরিকার একটি স্টেডিয়ামে সম্প্রতি একটি ফুটবল ম্যাচ চলাকালীন এই কথা সত্যি প্রমাণিত হল ৷ মায়ামির (Miami) হার্ড রক স্টেডিয়ামে একটি কলেজ ফুটবল ম্যাচ চলছিল ৷ তখন দেখা যায়, একটি বিড়াল স্টেডিয়ামের গ্যালারি ধরে ঝুলছে ৷ আর একটু হলেই পড়ে গিয়ে একেবারে নিশ্চিত মৃত্যু ৷ কিন্তু বিড়ালটি তখন প্রাণপণ ঝুলছে ৷ ওই ঘটনার দিকে চোখ যায় গ্যালারিতে উপস্থিত সকল দর্শকেরই ৷ বিড়ালটিকে বাঁচাতে প্রত্যেকের নজরই তখন সেদিকেই ৷ বিড়ালটি সামনের দু’পা দিয়ে প্রাণপণ ঝুলে থাকার চেষ্টা করলেও শেষপর্যন্ত তা পারেনি ৷ পড়ে যায় নিচে ৷
advertisement
তবে এমনটা যে হবে, তা আগের থেকেই আন্দাজ করতে পেরেছিলেন দর্শকরা ৷ তাই বিড়ালটিকে ধরার জন্য প্রত্যেকেই প্রস্তুত ছিলেন নিচের গ্যালারিতে ৷ আমেরিকার একটি জাতীয় পতাকা অনেকে মিলেই ধরে দাঁড়িয়ে ছিলেন নিচে ৷ বিড়ালটি ঠিক তার উপরেই গিয়ে পড়ে ৷ এবং ট্রাঙ্কুইলে বাউন্স করার মতো হলেও এক ব্যক্তি বিড়ালটিকে এরপর ধরে নেন ৷ এভাবেই প্রাণে বেঁচে যায় বিড়ালটি ৷
advertisement
বিড়ালটি ঝুলে থাকতে দেখেই খেলা ভুলে সকলের মন পড়ে ছিল সেদিকেই ৷ কীভাবে বিড়ালটিকে বাঁচানো যায়, সবাই সেটাই ভাবছিলেন ৷ কিন্তু অত উঁচুতে ঝুলে থাকা বিড়ালটিকে সেখান থেকে নামিয়ে আনা সম্ভব ছিল না ৷ প্রত্যেকে তাই বিড়ালটির নিচে পড়ার অপেক্ষায় ছিলেন ৷ এর জন্য আগের থেকেই নিচের গ্যালারিতে আমেরিকার জাতীয় পতাকা ধরে রাখা হয়েছিল ৷ বিড়ালটি নীচে পড়তেই সেটিকে সবাই মিলে বাঁচিয়ে নেন দর্শকরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: স্টেডিয়ামের গ্যালারি থেকে নিচে পড়ে গেল বিড়ালটি, ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন দর্শকরা ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement