TRENDING:

বয়ঃসন্ধিকালে মদ্যপান কমাতে পারে মস্তিস্কের কর্মক্ষমতা, বলছে গবেষণা

Last Updated:

বয়ঃসন্ধিতে নিয়মিত মদ্যপান করলে কমতে পারে মস্তিস্কের ধূসর বস্তু, জানাচ্ছে গবেষণা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বয়ঃসন্ধিকালে মাত্রারিক্ত মদ্যপান নষ্ট করে দিতে পারে মস্তিস্কের চিন্তাশক্তি । একই সঙ্গে ব্যাহত হতে পারে হজমক্ষমতা । সম্প্রতি ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এই তথ্যই জানা গিয়েছে  ।
advertisement

এই গবেষণায় দেখা গিয়েছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে দেহের হজমক্ষমতায় পরিবর্তন আসে যা একই সঙ্গে মস্তিস্কের ধূসর পদার্থকে কমিয়ে দেয় । এছাড়াও পেশী নিয়ন্ত্রণ ক্ষমতা, সংবেদনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাওয়ার মত সমস্যারও সৃষ্টি করে । বিশেষতঃ কিশোরীদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবনতা অনেক বেশি ।

আরও পড়ুন:  নিঃসঙ্গতা হতে পারে হার্টের পক্ষে বিপজ্জনক, বলছে গবেষণা

advertisement

ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নুরা হেইকিনেন জানান, ঐ গবেষণায়  জানা গিয়েছে  গ্রহণযোগ্য মাত্রায় মদ্যপান করলেও হতে পারে একই ধরণের শারীরিক পরিবর্তন। অত্যধিক মদ্যপানের ফলে মস্তিস্কে ১-মিথাইলহিস্টামিন-উৎপন্ন হয় যা কমিয়ে দেয় ধূসর বস্তু। এর ফলে স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত  হয় ।

তবে এই গবেষণাটি মদ্যপানের কুপ্রভাবগুলি চিহ্নিত করতে সাহায্য করবে। মদ্যপানজনিত কারণে নানাবিধ সমস্যা দূর করার জন্য নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনেও সাহায্য করবে এই নতুন পর্যবেক্ষণগুলি, জানিয়েছেন গবেষকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আরও পড়ুন:  কর্মব্য়স্ত সপ্তাহে অভ্য়াস করুন এই ৫টি প্রোটিন জাতীয় নোনতা খাবার, জাঙ্কফুডকে বলুন বাইবাই . . .

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বয়ঃসন্ধিকালে মদ্যপান কমাতে পারে মস্তিস্কের কর্মক্ষমতা, বলছে গবেষণা