কর্মব্য়স্ত সপ্তাহে অভ্য়াস করুন এই ৫টি প্রোটিন জাতীয় নোনতা খাবার, জাঙ্কফুডকে বলুন বাইবাই . . .

Last Updated:

কর্মক্ষেত্রে আমাদের শরীরে ক্রমাগত শর্করার পরিমাণ বজায় রাখতে প্রধান খাবারের সঙ্গে ২-৩ রকমের স্বাস্থ্যকর নোনতা খাবার খুব জরুরি ৷

#কলকাতা: কর্মক্ষেত্রে আমাদের শরীরে ক্রমাগত শর্করার পরিমাণ বজায় রাখতে প্রধান খাবারের সঙ্গে ২-৩ রকমের স্বাস্থ্যকর নোনতা খাবার খুব জরুরি ৷ মানুষের জীবনে খাবারের অভ্যাস একটি বড় অভ্যাস সেটাকে মেনে চলা দরকরা ৷ আপনার নোনতা খাবার বা প্রধান খাবার ৷
১) মাফিন : বাড়িতে প্রস্তুত খাবার প্রধানত গম বা বিভিন্ন ধরনের খাদ্যশস্য হয়ে থাকে ৷ মাফিনের বেশিরভাগ অংশেই বাদামের পরিমাণ বেশি থাকবে তা তেলের পরিবর্তে ঘি দিয়ে ভাজতে হবে ৷ পরিমাণ মত চিনি দিয়ে কিছুক্ষণ রেখে সামান্য জলে সেদ্ধ করলেই প্রস্তুত ৷ অফিস কাছারির জন্য ভারী উপাদেয় খাবার ৷
২ ) ট্রায়াল মিক্স : স্বাস্থ্যকর মিক্সের জন্য বাদাম, পিস্তাপ, আখরোট, কাশি এবং কিশমিশ দরকার মনে রাখতে হবে কোনও রকমের নুন দেওয়া চলবে না ৷ প্রতি সপ্তাহে ৫টি ছোট্ট প্যাকেট করে রাখুন আর কর্মব্যস্ত দিনে চিন্তা করতে হবেনা আর ৷
advertisement
advertisement
৩) প্রোটিনবার : বাড়িতে না সেঁকেই প্রোটিনজাত খাবার তৈরি সম্ভব ৷ এই ধরনের প্রোটিনজাত খাবার আপনার এনার্জি লেবেল বাড়িয়ে তোলে ৷ যে কোনও প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েই করা সম্ভব ৷
৪) রোস্টেড এডামাম : অত্যন্ত বেশি পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার ৷ মূলত বিনস জাতীয় সবজি সঙ্গে ঘি, চর্বি, ডিম দিয়ে তৈরি করা যেতে পারে এটি চিপসের পরিবর্ত খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷
advertisement
৫) অঙ্কুরিত খাবার (স্প্রাউটস) : ছোলা, বাদাম, গোটা মুগ ছাড়াও অন্য খাদ্যশস্য যা অঙ্কুরিত অবস্থায় প্রোটিন , শশা, লেবু, টম্যাটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ইত্যাদির সঙ্গে মিশিয়ে এক দারুণ খাবার তৈরি হয় ৷
আসলে এই ধরনের খাবারের অভ্যাস সুস্থ ও স্বাভাবিক জীবনে নিয়ে আসে ৷ তাই আজই ট্রাই করুন আর জাঙ্ক ফুডকে বলুন বাইবাই ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কর্মব্য়স্ত সপ্তাহে অভ্য়াস করুন এই ৫টি প্রোটিন জাতীয় নোনতা খাবার, জাঙ্কফুডকে বলুন বাইবাই . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement