ঠিক এই কারণেই নারীর পছন্দ অলংকার, আপনি কি জানেন . . .

Last Updated:

অলংকারই যখন অহংঙ্কার ! হ্যাঁ নারীর রূপকে আরও অপরূপ করে তোলে অলংঙ্কার ৷ প্রতিটি বর্গের নারীরই পছন্দ অলংঙ্কার ৷ সে যেমনই হোক না কেন ?

#কলকাতা: অলংকারই যখন অহংঙ্কার ! হ্যাঁ নারীর রূপকে আরও অপরূপ করে তোলে অলংঙ্কার ৷ প্রতিটি বর্গের নারীরই পছন্দ অলংঙ্কার ৷ সে যেমনই হোক না কেন ? প্রাচীনকাল থেকে বর্তমানে সোনার ওপরে অনুরাগ নেই এমন নারী নেই বললেই চলে ৷
নারীর সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয় অলংঙ্কার ৷ প্রাচীন থেকে আধুনিক সব অলংকারই করে তুলেছে মোহময়ী, লাস্যময়ী এক কথায় অনন্যা ৷ দেখে নেওয়া যাক এক নজরে কেন নারীরা এত অলংঙ্কারের অনুরাগী ৷
সৌন্দর্য বৃদ্ধিতে যে অলংঙ্কারের একটি বড় ভূমিকা আছে তা এক বাক্যে সবাই স্বীকার করবেন ৷ সে ছোট্ট দুল হোক বা কোমরবন্ধ, টিকলি বা চুড়, বাউটি বা হার, আংটি বা মানতাশা, সীতাহার বা নুপূর ৷ সে যেমনই হোক না কেন নারীর সৌন্দর্য বাড়ে অলংকারেই ৷
advertisement
advertisement
শুধু সৌন্দর্যই নয় অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলে অলংকারই ৷ বিশেষত সোনা বা রুপোর অলংকার যাঁরা পড়েন এক আলাদা অনুভূতি অনুভূত হয় তাঁদের ৷ এই দুই ধাতু খুবই শক্তিশালী সোনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আর রুপো মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলে বেশ কয়েকগুণ ৷
এছাড়াও আরও বিবিধগুণে নারীরা অলংকার পড়েন ৷ তবে আর যাই হোক সোনা, রুপো, এমিটেশন বা সিটি গোল্ডের গয়না নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বেশ কয়েকগুণ ৷
advertisement
ক্ষমতা বিশেষে এই গয়না পড়ে অপরূপ সাজে সজ্জিতা হয়ে ওঠে ভারতীয় নারীরা ৷ যে যতই মানুষ বলুক না কেন শাড়িতেই নারীর আসল সৌন্দর্য খোলে ৷ তবে অলংকার ছাড়া নারীর সৌন্দর্য বাড়াতে পারে বলে মনে হয়না ৷ তবে অবশ্যই তা মানুষ নির্বিশেষে নির্ভর করে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঠিক এই কারণেই নারীর পছন্দ অলংকার, আপনি কি জানেন . . .
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement