ঠিক এই কারণেই নারীর পছন্দ অলংকার, আপনি কি জানেন . . .

Last Updated:

অলংকারই যখন অহংঙ্কার ! হ্যাঁ নারীর রূপকে আরও অপরূপ করে তোলে অলংঙ্কার ৷ প্রতিটি বর্গের নারীরই পছন্দ অলংঙ্কার ৷ সে যেমনই হোক না কেন ?

#কলকাতা: অলংকারই যখন অহংঙ্কার ! হ্যাঁ নারীর রূপকে আরও অপরূপ করে তোলে অলংঙ্কার ৷ প্রতিটি বর্গের নারীরই পছন্দ অলংঙ্কার ৷ সে যেমনই হোক না কেন ? প্রাচীনকাল থেকে বর্তমানে সোনার ওপরে অনুরাগ নেই এমন নারী নেই বললেই চলে ৷
নারীর সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয় অলংঙ্কার ৷ প্রাচীন থেকে আধুনিক সব অলংকারই করে তুলেছে মোহময়ী, লাস্যময়ী এক কথায় অনন্যা ৷ দেখে নেওয়া যাক এক নজরে কেন নারীরা এত অলংঙ্কারের অনুরাগী ৷
সৌন্দর্য বৃদ্ধিতে যে অলংঙ্কারের একটি বড় ভূমিকা আছে তা এক বাক্যে সবাই স্বীকার করবেন ৷ সে ছোট্ট দুল হোক বা কোমরবন্ধ, টিকলি বা চুড়, বাউটি বা হার, আংটি বা মানতাশা, সীতাহার বা নুপূর ৷ সে যেমনই হোক না কেন নারীর সৌন্দর্য বাড়ে অলংকারেই ৷
advertisement
advertisement
শুধু সৌন্দর্যই নয় অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলে অলংকারই ৷ বিশেষত সোনা বা রুপোর অলংকার যাঁরা পড়েন এক আলাদা অনুভূতি অনুভূত হয় তাঁদের ৷ এই দুই ধাতু খুবই শক্তিশালী সোনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আর রুপো মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলে বেশ কয়েকগুণ ৷
এছাড়াও আরও বিবিধগুণে নারীরা অলংকার পড়েন ৷ তবে আর যাই হোক সোনা, রুপো, এমিটেশন বা সিটি গোল্ডের গয়না নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বেশ কয়েকগুণ ৷
advertisement
ক্ষমতা বিশেষে এই গয়না পড়ে অপরূপ সাজে সজ্জিতা হয়ে ওঠে ভারতীয় নারীরা ৷ যে যতই মানুষ বলুক না কেন শাড়িতেই নারীর আসল সৌন্দর্য খোলে ৷ তবে অলংকার ছাড়া নারীর সৌন্দর্য বাড়াতে পারে বলে মনে হয়না ৷ তবে অবশ্যই তা মানুষ নির্বিশেষে নির্ভর করে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঠিক এই কারণেই নারীর পছন্দ অলংকার, আপনি কি জানেন . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement