TRENDING:

Indian jujube: সরস্বতী পুজোর আগেই কুলে ছেয়েছে বাজার? আসল কুল কিনছেন তো? কীভাবে বুঝবেন জেনে নিন

Last Updated:

Indian jujube: কাশি কুল বাজারে পাওয়া যায় পুজোর কয়েকদিন আগে থেকে। চলতি বছরে বাজারে কাশি কুলের নামে অন্য ধরনের কুলের প্রচলিত চোখে পড়ছে প্রায় বেশির ভাগ ফলের দোকানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বাঙালিদের উৎসব সরস্বতী পুজো আসতে আর বেশি দেরি নেই। চলতি বছরে ভালবাসার সপ্তাহের বিশেষ দিনেই এই পুজো হওয়ায় তোড়জোড় রয়েছে বিশেষ। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীরা তো বটেই, প্রায় সব বয়সের মানুষই সকলেই গোটা বছর অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্যে।
advertisement

সরস্বতী পুজোর সঙ্গে যেই নামটা খুবই পরিচিত তা হল কাশি কুল। ছোট্ট এই ফল এই পুজোয় বিশেষভাবে দেবীকে উৎসর্গ করা হয়। কাশি কুল বাজারে পাওয়া যায় পুজোর কয়েকদিন আগে থেকে। তবে চলতি বছরে বাজারে কাশি কুলের নামে অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশির ভাগ ফলের দোকানে।

আরও পড়ুনঃ বাজারে দেখলেই নাক সিঁটকান! কিডনি-হার্টের রোগের মহৌষধি এই মাংসল খাবার, সপ্তাহে একদিন অবশ্যই পাতে রাখুন

advertisement

কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একজন ফল বিক্রেতা প্রদীপ রায় জানান, “টক-মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল কাশি কুল প্রায় সবারই খুব প্রিয়। কাশি কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সকাল থেকে উপোস করে অঞ্জলি দিয়ে তার পরেই প্রসাদে কুল, খাওয়ার রীতি বহুদিন ধরে। সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকে এই কাশি কুল ফলের দোকানে পাওয়া যায়। তবে সারা বছর থাকে না। এই কুলগুলি দেখতে একটু লম্বা ধরনের হয়। খুব একটা বড় সাইজের হয় না। এই কুল বেশিরভাগ বাইরে থেকেই আসে জেলার বিভিন্ন ফলের দোকানে।”

advertisement

View More

কোচবিহার ভবানীগঞ্জ বাজারের আরোও একজন ফল বিক্রেতা বাপি সরকার জানান, “এই বছর এখনও কাশি কুল বাজারে আসতে শুরু করেনি। তবে বেশ কিছু দোকানে কাশি কুলের নামে অন্য ধরনের এক কুল ক্রেতারা কিনছেন। অনেকটা কাশি কুলের মতো দেখতে এই কুলের দাম কিছুটা কম কাশি কুলের চাইতে। এ বার কাশি কুলের দাম খুব একটা বাড়াবে না। কয়েকদিন অপেক্ষা করলে বাজারের বিভিন্ন ফলের দোকান থেকে সঠিক কাশি কুল কিনতে পারবেন ক্রেতারা। ৬০ থেকে ৭০ টাকা কেজি প্রতি দামে বিক্রি হবে বিভিন্ন দোকানে।” তাই ক্রেতারা অযথা দাম বাড়ার ভয়ে কাশি কুলের নামে অন্য কুল যাতে না কিনে ঠকে যান। এই বিষয়টি নিয়ে আরও বেশি সচেতন হতে বলা হয় হবে ক্রেতাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indian jujube: সরস্বতী পুজোর আগেই কুলে ছেয়েছে বাজার? আসল কুল কিনছেন তো? কীভাবে বুঝবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল